
গাইবান্ধার পলাশবাড়ীতে বাংলাদেশ এক্সটেনশন এডুকেশন সার্ভিসেস (বিজ)-এর শিক্ষা কর্মসূচীর প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের বাস্তবায়নে বাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনষ্ঠিত হয়েছে। ১৬ জানুয়ারি (বৃহস্পতিবার) বিকেলে উপজেলার মহদীপুর ইউনিয়নের ফরকান্দাপুর প্রাক-প্রাথমিক শিক্ষা কেন্দ্রের অনুষ্ঠানে সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মো. মেজবাউল হোসেন।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ ভাইস-চেয়ারম্যান এএসএম রফিকুল ইসলাম মন্ডল। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মহদীপুর ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল ও বিজ (মাইক্রো ফাইন্যান্স) ম্যানেজার হাবিবুর রহমান প্রমুখ। সমগ্র অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন বিজ (সেবা) ম্যানেজার মোজাহার আলী। পরে অতিথিবৃন্দ বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন। শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.