
পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধিঃ গাইবান্ধার পলাশবাড়ীতে অভিযান চালিয়ে চোরাই মোটরসাইকেল উদ্ধারসহ চোর আইয়ুবকে (২২) আটক করেছে পুলিশ।পুলিশ সূত্র জানায় গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাত ১০টার দিকে পলাশবাড়ীর হরিনাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্র ইনচার্জ রাকিব হোসেনের নেতৃত্বে এসআই কৃষ্ণ চন্দ্র, রবিউল ইসলাম ও এএসআই রেজাউল সঙ্গীয় ফোর্সসহ ঘোড়াবান্ধা গ্রামের একটি বাড়ীতে অভিযান চালায়।
এসময় ওই গ্রামের নয়া মিয়ার ছেলে আইয়ুবকে হাতেনাতে আটকসহ ১ লাখ ৫০ হাজার টাকা মূল্যের চেচিস নম্বর পাঞ্চিং করা বস্তায় কালো রংয়ের ১২৫ সিসি একটি হিরো গ্লামার চোরাই মোটরসাইকেল উদ্ধার করে। এ ব্যাপারে একটি মামলা রুজু করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতারকৃতকে গাইবান্ধা কোর্ট হাজতে প্রেরন করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.