প্রিন্ট এর তারিখঃ জানুয়ারী ১৬, ২০২৬, ৫:০৩ এ.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারী ৩, ২০২০, ২:৪৩ পি.এম
নওগাঁয় ডিবির অভিযানে ফেনসিডিলসহ তিন মাদক ব্যবসায়ী আটক

নওগাঁয় বিশেষ অভিযান চালিয়ে ১শ ৪৩ বোতল ফেন্সিডিলসহ তিন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ । রবিবার সকালে সদর থানার জলিল পার্কের সামনে থেকে এসআই মিজানের নেতৃত্বে তাদের আটক করা হয়। আটককৃত ব্যক্তিরা হলো, জেলার বদলগাছী থানার মথুরাপুর খাঁপাড়া গ্রামের মোঃ মহির মন্ডলের ছেলে মোঃ আনোয়ার হোসেন (৪২), একই এলাকার মোঃ ইউনুস মন্ডলের ছেলে মোঃ আব্দুর রহিম (৩৪) এবং মোঃ দুলু মন্ডলের ছেলে মোঃ শফিকুল ইসলাম (২৫)।নওগাঁ ডিবি পুলিশের এসআই মিজানুর রহমান মিজান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার স্যারের দিক নির্দেশনায় সঙ্গীয় অফিসার ফোর্সসহ সদর থানার জলিল পার্কের সামনে থেকে উক্ত পরিমান ফেনসিডিলসহ তাদের আটক করা হয়। তারা তিনজন মাদক ব্যবসায়ী পার্টনার। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য আইনে মামলা দিয়ে নওগাঁ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.