
সঙ্গীত পরিবেশন, নৃত্য,কবিতা আবৃত্তি, নাটিকাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে নওগাঁর রাণীনগরে ঋতুরাজ বসন্ত বরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে রাণীনগর মহিলা অনার্স কলেজ মাঠে এই উৎসব অনুষ্ঠিত হয়। পহেলা ফ্লাগুন সরকারী ছুটির দিন শুক্রবার হওয়ায় এক দিন আগেই বসন্ত বরণ উৎসবের আয়োজন করা হয়। রাণীনগর মহিলা অনার্স কলেজের আয়োজনে অনুষ্ঠিত বসন্ত বরণ উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নওগাঁ-৬ (রাণীনগর -আত্রাই) আসনের সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। উৎসবে অংশ গ্রহণ করেন, রাণীনগর উপজেলা নির্বাহী অফিসার মো: আল মামুন, রাণীনগর থানার অফিসার ইনচার্জ মো: জহুরুল হক, উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি বীরমুক্তিযোদ্ধা আব্দুর রউফ দুলু, সাধারণ সম্পাদক মফিজ উদ্দীন, সদর ইউপি চেয়ারম্যান আসাদুজ্জামান পিন্টু, অত্র কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ চন্দন কুমার মোহন্তসহ কলেজের শিক্ষক/কর্মচারী ও শিক্ষার্থীরা।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.