আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

হিলি সীমান্তে আসল বিজিবির হাতে এক ভুয়া বিজিবি সদস্য আটক

দিনাজপুরের হিলিতে এক ভুয়া বিজিবি সদস্যকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) হিলি আইসিপি ক্যাম্পের সদস্যরা। আজ রবিবার দুপুরে হিলি সীমান্ত থেকে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি জয়পুরহাট জেলার সদর থানার চকদাদরা গ্রামের মাজেদুল ইসলামের ছেলে ফিরোজ আলী খাঁন রাজ (২৯)।বিজিবির আইসিপি ক্যাম্প কমান্ডার নায়েব সুবেদার তবিবুর রহমান ভুয়া বিজিবির সদস্যকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আটক যুবক নিজেদের বিজিবির সদস্য পরিচয় দিয়ে ইন্ডিয়ার ভিতরে যাওয়ার চেষ্ঠা করে। পরে জিরো পয়েন্টে দায়িত্বরত বিজিবির সদস্যরা তার আইডি কার্ড যাচাইবাচাই করে দেখে তার আইডি কার্ড ভুয়া। কর্তবরত বিজিবি নায়েক রাকিব হাসান তাকে আটক করে হাকিমপুর থানায় সোপর্দ্দ করেন।

হাকিমপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আব্দুর রাজ্জাক আকন্দ জানান, আজ রবিবার বিকেলে দিকে আটক যুবককে থানায় হস্তান্তর করে বিজিবি। আগামীকাল সোমবার দুপুরে তাকে দিনাজপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...