আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

হিলি স্থলবন্দরে বেড়েছে আদার আমদানি, খুচরা বাজারে কমতে শুরু করেছে দাম

দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে বেড়েছে আদার আমদানি, সেই সাথে খুচরা বাজারে কমতে শুরু করেছে পণ্যটির দাম। এক সপ্তাহ আগে যে আদা খুচরা বাজারে বিক্রি হয়েছে ১১৫ থেকে ১২০ টাকা কেজিতে, সেই আদা কেজিতে ৪০ টাকা কমে বিক্রি হচ্ছে ৭৫ থেকে ৮০ টাকা কেজি দরে।

দাম কমার কারণ হিসেবে হিলি বাজারের আড়ৎদাড়রা বলছেন, রমযানকে কেন্দ্র করে আমদানিকারকরা বেশি পরিমাণে আদা আমদানি করছে, এতে করে আদার সরবরাহ বেড়েছে স্থানীয় পাইকারী ও খুচরা বাজারে। সরবরাহ বাড়ায় বাজারে পণ্যটির দাম কমতে শুরু করেছে।

হিলি বাজারে আদা কিনতে আসা মতিউর রহমান জানান, কিছু দিন আগে আদার দাম ১২০ টাকা ছিলো। আজ কিছুটা দাম কমেছে, এই জন্য ৫ কেজি কিনলাম।

হিলি কাস্টমস রাজস্ব কর্মকর্তা মাহাবুবুর রহমান জানান, গত তিন মাসে এই বন্দর দিয়ে ভারত থেকে ৩ হাজার ৩শ ১৯ মেট্রিক টন আদা আমদানি হয়েছে। যা থেকে সরকার রাজস্ব পেয়েছে ২ কোটি ৬৮ লক্ষ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...