
নওগাঁর আত্রাই থানা পুলিশের প্রচেষ্টায় হারিয়ে যাওয়া কোমলমতি তিন শিশুকে ফিরে পেয়েছে তার বাবা-মা। নিখোঁজের পর সন্তানকে ফিরে পেয়ে খুশিতে আত্মহারা তারা।
ওই তিন শিশুরা হলো, পার্শ্ববতী বাগমাড়া উপজেলার বীরকয়া গ্রামের মান্নান মন্ডলের ছেলে শিহাব (১০) একই গ্রামের আলতাব হোসেনের ছেলে আসিব হোসেন (১২) ও আশরাফ হোসেনের ছেলে মাহফুজ (১৩)।
রবিবার রাতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন কোমলমতি তিন শিশুকে তার বাবা-মায়ের হাতে তুলে দেন।
জানা যায়, রবিবার সন্ধ্যা রাতে উপজেলার আহসানগঞ্জ রেলওয়ে স্টেশন এলাকায় ছোট্ট তিন শিশুকে আত্রাই থানার ডিএসবি নুরুল ইসলাম দেখতে পেয়ে তাদের ডাক দেয়। পরে তারা ডাকে সাড়া দিয়ে কাছে আসলে তাদের নাম-পরিচয় জিজ্ঞাসা করলে তারা কান্নাকাটি করতে থাকে এবং বলতে থাকে তারা ঘুরতে ঘুরতে এ পর্যন্ত চলে এসেছে। পরে তাদের থানায় নিয়ে আসেন।
এ ব্যাপারে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোসলেম উদ্দিন বলেন, হারিয়ে যাওয়া শিশুদের থানায় নিয়ে আসার সাথে সাথে তাদের রাতের খাবার খাওয়ানোর পর তাদের নাম পরিচয় শুনে তাদের পরিবারের কাছে সংবাদ পাঠিয়ে রবিবার রাতেই সংবাদকর্মীদের উপস্থিতিতে বাবা-মার কাছে তুলে দেয়া হয় কোমলমতি তিন শিশুকে। এ সময় এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.