আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

হোম কোয়ারেন্টাইনে ২০৬ বাড়ি ফিরে গেছে ২০ জন, করোনা আক্রান্ত ৪ জনকে আইসোলেসনে রয়েছে

গাইবান্ধা প্রতিনিধি : করোনা ভাইরাসে গাইবান্ধায় নতুন করে আক্রান্ত হওয়ার কোন খবর পাওয়া যায়নি। গত ২৪ ঘন্টায় আরও ৬জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। গতকাল পর্যন্ত ২২০ জন হোম কোয়ারেন্টাইনে থাকা ব্যক্তির মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেওয়া হয়েছে। আমেরিকা প্রবাসী দু’জনসহ তার সংস্পর্শে আসা আরও দু’জনসহ মোট ৪ জন করোনা ভাইরাসে আক্রান্ত রোগীকে গাইবান্ধা জেলা হাসপাতাল ও সুন্দরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আইসোলেসনে রাখা হয়েছে।
লক ডাউন করে রাখা হয়েছে জেলার বিনোদন স্পট গুলো। যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষের আগমন ঘটতো। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে।
সিভিল সার্জন ডাঃ এবিএম আবু হানিফ জানান, জেলার বিভিন্ন স্থানে বিদেশ ফেরত ব্যক্তিদের হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। তারা যাতে নিয়মের বাইরে না চলে সেজন্য তাদের উপর কড়া নজরদাড়ি রাখা হচ্ছে।
জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক ও গরীব, দিনমজুর ও রিকসা চালকদের খাদ্য সহায়তা দেওয়া হচ্ছে। তবে চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মুল্য বেড়ে যাওয়ায় কষ্ট বেড়েছে সব পেশার মানুষের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...