বান্দরবান প্রতিনিধি: বান্দরবানে হতদরিদ্র, শ্রমজীবী মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। শনিবার বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের ২'শ হতদরিদ্রদের মাঝে আনুষ্ঠানিক ভাবে খাদ্য সামগ্রী বিতরণ করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
এ সময় অন্যান্যদের মধ্যে জেলা প্রশাসক দাউদুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ কামরুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক শামীম হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অন্যদিকে বান্দরবানের বিভিন্ন এলাকায় সেনাবাহিনী এবং পুলিশ টহল জোরদার করেছে। অপ্রয়োজনীয় ঘোরাফেরা বন্ধে কঠোর হচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।
অনুষ্ঠানে মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং বলেন, করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় প্রধান মন্ত্রীর নির্দেশক্রমে বান্দরবানে এবার ত্রাণ মন্ত্রণালয় থেকে ১৪৭ মেট্রিকটন ও পার্বত্য মন্ত্রণালয় থেকে ২০০ মেট্রিক টন খাদ্যশস্য বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি আরো বলেন, আপনারা ভিক্ষারী নয়,এই করোনা কারণে উদ্ভুত্ত পরিস্থিতিতে খেটেখাওয়া মানুষগুলো কর্মহীন হয়ে পরায় প্রধান মন্ত্রীর নির্দেশে আপণাদেরকে মানবিক সহায়তা দিচ্ছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.