হিলি প্রতিনিধি:দিনাজপুরের হিলিতে করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে পাবনা জেনারেল হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে আসা যুবক হোম কোয়ারেন্টিন থেকেও পালানোর চেষ্টা করেছে। পরে তাকে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
হাকিমপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুর রাফিউল আলম জানান, গতকাল হাসপাতালের আইসোলেশন সেন্টার থেকে পালিয়ে আসা ওই যুবককে পুলিশ আটক করে তাকে সহ পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টিনে রাখে। এরপরেও সে বাড়ির দেওয়াল টপকে বাইরে বের হয়ে এসে ঘুরছিল। বিষয়টি জানার পর আজ তাকে ধরে এনে হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে বাড়িতে তালাবদ্ধ করে রাখা হয়েছে।
Leave a Reply