শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

করোনা সংক্রমণরোধে গাইবান্ধার রাস্তায় পুলিশি তৎপরতা

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০
  • ২১৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণরোধে গাইবান্ধা জেলা শহরের রাস্তার বিভিন্ন মোড়ে অহেতুক ঘোরাফেরা ও আড্ডা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে যেতে গাইবান্ধা সদর থানা পুলিশের পক্ষ থেকে পথচারিদের পরামর্শ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে এ তৎপরতা শুরু করেছে পুলিশ।

রিক্সা, মটরসাইকেলে দু’জন এবং অটোবাইকে একসাথে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বাধা দিয়ে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে পরিবহন চালকদের বাড়ি ফিরে যেতে পরামর্শ দিচ্ছে পুলিশ। এছাড়া সকাল ১১টার পর থেকে শহরের বাইরে থেকে রিক্সা, মটরসাইকেল ও বাই-সাইকেল নিয়ে শহরের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রেও বাধা দেয়া হয়। এমনকি রিক্সাসহ যাত্রীদের নামিয়ে দিয়ে রিক্সা চালকদের ফেরত পাঠানো হয়।

এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে জনেসচেতনতা সৃষ্টি এবং শহরে অহেতুক ঘোরাফেরা না করে সরকার নির্ধারিত তারিখ পর্যন্ত ঘরে থাকতে পরামর্শ দেয়ার জন্য গাইবান্ধা সদর থানা পুলিশের পক্ষ থেকে এ তৎপরতা চালানো হচ্ছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

করোনা সংক্রমণরোধে গাইবান্ধার রাস্তায় পুলিশি তৎপরতা

প্রকাশের সময়: ০৬:৩৪:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২০

গাইবান্ধা প্রতিনিধি : করোনাভাইরাসের সংক্রমণরোধে গাইবান্ধা জেলা শহরের রাস্তার বিভিন্ন মোড়ে অহেতুক ঘোরাফেরা ও আড্ডা বন্ধ করে দিয়ে বাড়ি ফিরে যেতে গাইবান্ধা সদর থানা পুলিশের পক্ষ থেকে পথচারিদের পরামর্শ দেয়া হচ্ছে। বৃহস্পতিবার ১৬ এপ্রিল সকাল ১১টা থেকে জেলা শহরের বিভিন্ন সড়কে এ তৎপরতা শুরু করেছে পুলিশ।

রিক্সা, মটরসাইকেলে দু’জন এবং অটোবাইকে একসাথে গাদাগাদি করে অতিরিক্ত যাত্রী পরিবহনের ক্ষেত্রেও বাধা দিয়ে অতিরিক্ত যাত্রী নামিয়ে দিয়ে পরিবহন চালকদের বাড়ি ফিরে যেতে পরামর্শ দিচ্ছে পুলিশ। এছাড়া সকাল ১১টার পর থেকে শহরের বাইরে থেকে রিক্সা, মটরসাইকেল ও বাই-সাইকেল নিয়ে শহরের মধ্যে প্রবেশ করার ক্ষেত্রেও বাধা দেয়া হয়। এমনকি রিক্সাসহ যাত্রীদের নামিয়ে দিয়ে রিক্সা চালকদের ফেরত পাঠানো হয়।

এব্যাপারে গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) খান মো. শাহরিয়ার জানান, করোনাভাইরাসের সংক্রমণরোধে জনেসচেতনতা সৃষ্টি এবং শহরে অহেতুক ঘোরাফেরা না করে সরকার নির্ধারিত তারিখ পর্যন্ত ঘরে থাকতে পরামর্শ দেয়ার জন্য গাইবান্ধা সদর থানা পুলিশের পক্ষ থেকে এ তৎপরতা চালানো হচ্ছে।