শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পলাশবাড়ী থানার রয়েছে এক মানবিক পুলিশ অফিসার

পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে এক পুলিশ অফিসার নিজ বেতনের টাকা দিয়ে গোপনে অসহায় মানুষ কে করছেন খাদ্য সহায়তা ও সৃযোগ পেলেই অন্যের নিকট থেকে ত্রান চেয়ে নিয়ে গোপনে বিতারন করেন। 
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পুলিশ অফিসার হাসানুর নিজ বেতনের টাকা দিয়ে গোপনে অসহায় মানুষ কে করছেন খাদ্য সহায়তা। প্রতিদিন কোন না কোন মানুষ ক সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। গতকয়েকদিন হলো তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলে করে বাজারের ব্যাগ নিয়ে ঘুরেন। যেখানে অসহায় মানুষকে পান সেখানে দিয়ে আবার আরেকটি ব্যাগ খাদ্য নিয়ে কাজের ফাঁকে বেড়িয়ে পড়েন৷ 
আজ তিনি অবশেষে ক্যামেরা বন্দি হন একটি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য যাওয়ায় পথে এসময় তিনি সংবাদটি বা ছবিটি প্রকাশ না করার অনুরোধ বিনিরোধ করেন।  তিনি বলেন, দেখেন দান করে বলতে নেই। আর আমি তো সামান্য সাধ্য অনুযায়ী একটু আধটু দেওয়ায় চেষ্টা করছি এটা নিয়ে সংবাদ করার কোন প্রয়োজন নাই। 
করোনার এই সংকটময় সময়ে আমাদের আগে সচেতন হতে হবে। আর সরকারের পাশাপাশি সকলকে অসহায়ের পাশে দাড়াতে হবে। এদায় শুধু সরকারের একার নয় দেশের প্রতিটি নাগরিকের।
জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

পলাশবাড়ী থানার রয়েছে এক মানবিক পুলিশ অফিসার

প্রকাশের সময়: ০১:৪২:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৪ এপ্রিল ২০২০
পলাশবাড়ী প্রতিনিধি : গাইবান্ধার পলাশবাড়ীতে এক পুলিশ অফিসার নিজ বেতনের টাকা দিয়ে গোপনে অসহায় মানুষ কে করছেন খাদ্য সহায়তা ও সৃযোগ পেলেই অন্যের নিকট থেকে ত্রান চেয়ে নিয়ে গোপনে বিতারন করেন। 
গাইবান্ধা জেলার পলাশবাড়ীতে পুলিশ অফিসার হাসানুর নিজ বেতনের টাকা দিয়ে গোপনে অসহায় মানুষ কে করছেন খাদ্য সহায়তা। প্রতিদিন কোন না কোন মানুষ ক সাধ্যমতো খাদ্য সহায়তা দিয়ে যাচ্ছেন। গতকয়েকদিন হলো তিনি তার ব্যবহৃত মোটরসাইকেলে করে বাজারের ব্যাগ নিয়ে ঘুরেন। যেখানে অসহায় মানুষকে পান সেখানে দিয়ে আবার আরেকটি ব্যাগ খাদ্য নিয়ে কাজের ফাঁকে বেড়িয়ে পড়েন৷ 
আজ তিনি অবশেষে ক্যামেরা বন্দি হন একটি অসহায় পরিবারকে খাদ্য সহায়তা দেওয়ার জন্য যাওয়ায় পথে এসময় তিনি সংবাদটি বা ছবিটি প্রকাশ না করার অনুরোধ বিনিরোধ করেন।  তিনি বলেন, দেখেন দান করে বলতে নেই। আর আমি তো সামান্য সাধ্য অনুযায়ী একটু আধটু দেওয়ায় চেষ্টা করছি এটা নিয়ে সংবাদ করার কোন প্রয়োজন নাই। 
করোনার এই সংকটময় সময়ে আমাদের আগে সচেতন হতে হবে। আর সরকারের পাশাপাশি সকলকে অসহায়ের পাশে দাড়াতে হবে। এদায় শুধু সরকারের একার নয় দেশের প্রতিটি নাগরিকের।