
সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জে একদিনে রেকর্ড সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। জেলায় আজ এক চিকিৎসকসহ ২২ জনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে সুনামগঞ্জ জেলায় মোট করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫৮ জনে। মঙ্গলবার দুপুরে সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন। সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে বিভিন্ন সময়ে পাঠানো নমুনার ফলাফল মঙ্গলবার দেয়া হলে সুনামগঞ্জের ২২ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়। এদের মধ্যে, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার চারজন, তাহিরপুর উপজেলার ছয়জন, শাল্লা উপজেলার ৫ জন, দিরাই উপজেলার ৩ জন, ছাতক উপজেলার ৩ জন ও বিশ্বম্ভপুর উপজেলার ১ জন রয়েছেন। আক্রান্তদের একজন চিকিৎসক ও ২ জন স্বাস্থ্যকর্মী বলে প্রাথমিকভাবে জানা গেছে। এ ব্যাপারে সিভিল সার্জন ডা. শামস উদ্দিন বলেন, বিভিন্ন সময় পাঠানো নমুনা পরীক্ষা করে আজ ২২ জনের করোনা শনাক্ত হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। আমরা তাদের আইসোলেশনে নিয়া আসার প্রক্রিয়া ইতোমধ্যে শুরু করে দিয়েছি। উল্লেখ্য, গত ১২ এপ্রিল সুনামগঞ্জে প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত করা হয়, যা আজ মঙ্গলবার পর্যন্ত ৫৮ জনে দাঁড়িয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.