
হিলি প্রতিনিধি:দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলার ২ নং পালশা ইউনিয়নের পাইকপাড়া ও মাঝিয়ান গ্রামের দুইজন যুবকের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলাটিতে মোট করোনা শনাক্ত হয়েছে ৪ জন। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নূর নেওয়াজ আহম্মেদ।
ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার নূর নেওয়াজ আহম্মেদ জানান, করোনাভাইরাসে শনাক্ত দুইজন যুবক গত মাসের ২৭ তারিখে ঢাকা থেকে এসেছেন। তারা সেখানে একটি পাঞ্জাবী তৈরীর কারখানাতে কাজ করতেন। আমরা খবর পেয়ে তাদের বাড়িতে যাই এবং তার বাড়িসহ মোট ১২টি বাড়ি লকডাইন ঘোষনা করেছি।
তিনি আরও জানান, তারা বিভিন্ন রোগীদের বাড়িতে গিয়ে ৩৮ জনের করোনাভাইরাসের নমুনা সংগ্রহ করেছেন এবং আগামীকাল আরও ৫০ জনের নমুনা সংগ্রহ করবেন।
আক্রান্ত যুবকরা হলেন, ঘোড়াঘাট উপজেলার ২নং পালশা ইউনিয়নের মাঝিয়ান গ্রামের জাহাঙ্গীর আলমের ছেলে সজিব (১৫) এবং একই ইউনিয়নের পাইকপাড়া গ্রামের হযরত আলীর ছেলে হেলাল (১৭)।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.