আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

রাণীনগরে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

নওগা প্রতিনিধি: করোনা ভাইরাসের কারনে নওগাঁর রাণীনগর উপজেলায় কর্মহীন হয়ে পড়া অসহায় দুঃস্থ ও দরিদ্র পরিবারের মাঝে জেলা পরিষদের পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সোমবার দুপুরে জেলা পরিষদের অর্থায়নে উপজেলার কাশিমপুর ইউনিয়নের কুবরাতলী বাজার এলাকায় সামাজিক দুরত্ব বজায় রেখে এক’শ পরিবারের মাঝে এসব ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়।  

প্রধান অতিথি হিসবে উপস্থিত থেকে ত্রাণ সামগ্রী বিতরণ করে স্থাণীয় সংসদ সদস্য মো: ইসরাফিল আলম। এছাড়াও উপস্থিত ছিলেন, রাণীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আল মামুন, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুর রউফ দুলু, নওগাঁ জেলা পরিষদের সদস্য মো: আব্দুল মান্নান, কাশিমপুর ইউপি চেয়ারম্যান মখলেছুর রহমান বাবু, কাশিমপুর ইউপি সদস্য মোজাফ্ফর হোসেন, রিয়াজুল ইসলাম, আব্দুর রাজ্জাক প্রমুখ।

এদিন দিনমজুর, শ্রমীক, ভ্যানচালক, সিএনজি চালক, ফেরিওয়ালা, ভবোঘুরে, চায়ের দেকানদার, সেলুন দোকানদার, অসহায় দুঃস্থ ও গরীব এমন এক’শ পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, তেল ১ লিটার,  লবণ ১ কেজি, ১ টি করে সাবান ও ১ টি করে মাস্ক বিতরণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...