
হিলি প্রতিনিধি :দিনাজপুরের ঘোড়াঘাটে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সোমবার বিকালে ঘোড়াঘাট উপজেলা চত্বরে পৌরসভার মেয়র আঃ ছাত্তার মিলনকে বেদম মারপিট করার অপরাধে উপজেলা যুবলীগের সভাপতি জাহাঙ্গীরসহ চার যুবনেতাকে আটক করেছে থানা পুলিশ। আটক নেতাদের শাস্তির দাবিতে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল করেছে এলাকার জনগন।
ঘোড়াঘাট থানা অফিসার ইনর্চাজ আমিরুল ইসলাম মুঠোফোনে জানান, গত কয়েক দিন আগে করোনার প্রভাবে কর্মহীন গরিব ও অসহায় লোকজনের মাঝে পৌর সভায় ত্রাণ দেয়াকে কেন্দ্র করে মেয়র ও যুবলীগের সভাপতি জাহাঙ্গীর ও নান্নুরসহ ১০/১২ জনের দলে একটি গ্রপ নিয়ে মেয়রের সাথে বাক-বিতন্ডা হয়। এক পর্যায়ে থানা পুলিশ দ্ইু নেতাকে আটক করে থানায় আনার পর তাদের বেদম মারপিট করে ছেড়ে দেয়। এরই জের ধরে সোমবার বিকালে ঘোড়াঘাট উপজেলা চত্বরে মেয়রকে মারপিট করার অপরাধে তাদের সন্ধ্যায় আটক করেছে পুলিশ ।
এদিকে পৌর মেয়র আব্দুর সাত্তার মিলনকে মারপিট করার প্রতিবাদে ও আটক যুবলীগ নেতাদের শাস্তির দাবিতে ঘোড়াঘাটে সন্ধ্যায় বিক্ষোভ মিছিল বাহির করে এলাকার জনগন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.