
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধিঃ জয়পুরহাটের পাঁচবিবিতে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের নগদ অর্থ সহায়তা প্রদান করেছে ব্র্যাক। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টায় পাঁচবিবি শেখ রাসেল মিনি স্টেডিয়ামে সামাজিক দূরত্ব বজায় রেখে উপজেলার প্রায় পাঁচ শতাধিক এসব ক্ষুদ্র নৃ-গোষ্ঠি আদিবাসি সম্প্রদায়ের মাঝে পাঁচবিবির ব্র্যাক এরিয়া অফিসের মাধ্যমে এ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নূর-এ-শেফা,বালিঘাটা ইউপি চেয়ারম্যান নুরুজ্জামান চৌধুরী বিপ্লব, ব্র্যাক আইডিপির জেলা ম্যানেজার সুগ্রীব সরকার, দূর্যোগ ব্যবস্থাপনা কর্মকর্তা রায়হান শরীফ, পৌর কমিশনার আনিছুর রহমান বাচ্চু, জেলা টেকনিক্যাল ম্যানেজার মশিউর রহমান, মানবতার দেওয়ালের উদ্যোক্তা দেওয়ান রাসেল, পাঁচবিবি শিক্ষার্থী সমিতির সহ-সভাপতি ফিরোজ হোসেন ফাইন প্রমুখ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.