আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

বাংলাদেশে দুর্যোগ মোকাবিলা ও দেশের উন্নয়নে জনবল কাঠামো বাস্তবায়নের দাবি পিআইওদের

ডেক্স নিউজ : ঘূর্ণিঝড় আম্ফান এবং করোনা ভাইরাস মোকাবিলায় প্রস্তাবিত জনবল কাঠামো (অর্গানোগ্রাম) বাস্তবায়নের দাবি জানিয়েছে বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতি। রোববার সমিতির নেতৃবৃন্দের সঙ্গে আলাপকালে তারা এ দাবি জানান।

তারা জানান, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠ পর্যায়ে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তাগণ (পিআইও) করোনাসহ যেকোন দুর্যোগ মোকাবিলায় অগ্রণী ভূমিকা পালন করেন। কিন্তু তাদের প্রয়োজনের তুলনায় জনবল সংকট রয়েছে।

বাংলাদেশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার সমিতির সদ্য বিলুপ্ত কমিটির সভাপতি সালাউদ্দিন আল ওয়াদুদ জানান, মুজিবর্ষ উপলক্ষে করোনায় ক্ষতিগ্রস্ত ৫০ লাখ পরিবারকে মাননীয় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের প্রধান তালিকা পিআইওগণ দিন-রাত কাজ করে তৈরি করেছেন। জীবন বাজি রেখে দুস্থ, অসহায় ও কর্মহীনদের মুখে হাসি ফোটাতে জীবনের ঝুঁকি নিয়ে সম্মুখযোদ্ধা হিসেবে প্রতিনিয়ত কাজ করছেন। কিন্তু যুদ্ধের মাঠে তাদের প্রয়োজন মতো জনবলসহ সুরক্ষা সরঞ্জাম দেয়া হয়নি। যথাযথ নিরাপত্তা ছাড়াই প্রধানমন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে কাজ করে যাচ্ছেন তারা।

জানতে চাইলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পবিত্র চন্দ্র মন্ডল বলেন, আমরা যে সকল কাজ বাস্তবায়ন করছি তা সুপারভিশনের জন্য আরও জনবল প্রয়োজন। যেকোনো কাজ যত বেশি পরিদর্শন করা হবে ততবেশি কাজের মান ও অগ্রগতির হার সন্তোষজনক হবে। তাই প্রস্তাবিত জনবল কাঠামো (অর্গানোগ্রামটি) বাস্তবায়ন হলে জনবল সংকট কাটিয়ে এ মন্ত্রণালয়ের প্রতিটি জনবান্ধব কাজ আরও স্বচ্ছতা ও জবাবদিহিতার সঙ্গে সম্পূর্ণ করা সহজ হবে। কারণ এই মন্ত্রণালয় যে সমস্ত কাজ বাস্তবায়ন করেন তার সবগুলোই সামাজিক নিরাপত্তামূলক, সামাজিক উন্নয়নমূলক এবং দুর্যোগ ব্যবস্থাপনা কার্যক্রম।

সংগঠনটির সাবেক সহসভাপতি তপন কুমার ঘোষ জানান, দুর্যোগ ব্যবস্থাপনা আইন-২০১২ পাশ হওয়ার সঙ্গে সঙ্গে ত্রাণ ও পুনর্বাসন অধিদপ্তর এবং দুর্যোগ ব্যবস্থাপনা ব্যুরো এক হয়ে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর গঠিত হয়। ওই আইনে এবং প্রধামন্ত্রীর নির্দেশনা বাস্তবায়নে অতি দ্রুত অর্গানোগ্রাম বাস্তবায়নের প্রয়োজন।

তিনি আরো বলেন, ইতোমধ্যে জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তার কার্যালয়ের একজন কর্মচারী করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন। একাধিক উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও উপ সহকারী প্রকৌশলী (প্রকল্প) ভাইরাসে আক্রান্ত। তাই করোনা মোকাবিলায় অতি দ্রুত জনবল কাঠামো বাস্তবায়ন চান তিনি।

এ বিষয়ে নরসিংদী সদর উপজেলার প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবেদ আলী বলেন, দীর্ঘদিন ধরে জনবল কাঠামো বাস্তবায়ন হচ্ছে না। জনবল কাঠামো বাস্তবায়ন না হওয়াতে আমরা ঠিকমতো কাজ করতে পারছি না। তাই দ্রুত জনবল কাঠামো বাস্তবায়নের দাবি জানাচ্ছি।

কথা হয় কক্সবাজার জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মাহাবুবুর রহমানের সঙ্গে। তিনি বলেন, যেকোনো দুর্যোগে আমরা মাঠপর্যায়ে থেকে জীবনের ঝুঁকি নিয়ে কাজ করছি। জনবল সংকটের কারণে আমরা চাহিদামতো কাজ করতে পারছি না। মাননীয় প্রধানমন্ত্রী যদি আমাদেরই এই দাবি দ্রুত বাস্তবায়ন করেন তাহলে আমরা দেশকে আরো দ্রুত এগিয়ে নিয়ে যেতে পারবো।

জানতে চাইলে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসিন বলেন, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অধীনে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মাঠ পর্যায়ের জনবল কাঠামো (অর্গানোগ্রাম) বাস্তবায়ন খুবই প্রয়োজন। ইতোমধ্যে আমরা অর্গানোগ্রাম অধিদপ্তর হতে অনুমোদন দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ে পাঠিয়ে দিয়েছি। আশা করি সরকার এটাকে গুরুত্ব দিবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...