বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১০:৪১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯
  • ২৭১ বার পড়া হয়েছে

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।আজ শুক্রবার ভোর রাতে উপজেলার নাফ নদীর হোয়াইক্যং মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে নুর কামাল (১৯) ও একই ক্যাম্পের ‘এ’ ব্লকের বাসিন্দা সুলতান আহম্মদের ছেলে আবুল হাসিম (২৫)।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ এর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি নৌকায় করে কয়েকজন নাফ নদী দিয়ে প্রবেশের সময় তাদের থামার সংকেত দেয় বিজিবি। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বন্দুকযুদ্ধে’ ২ রোহিঙ্গা মাদক ব্যবসায়ী নিহত

প্রকাশের সময়: ১০:৪১:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯

কক্সবাজার প্রতিনিধিঃ কক্সবাজারের টেকনাফ উপজেলায় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে দুই রোহিঙ্গা নিহত হয়েছেন। বিজিবির দাবি, তারা মাদক ব্যবসার সঙ্গে জড়িত ছিলেন।আজ শুক্রবার ভোর রাতে উপজেলার নাফ নদীর হোয়াইক্যং মোহনায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের ‘সি’ ব্লকের বাসিন্দা আবু সিদ্দিকের ছেলে নুর কামাল (১৯) ও একই ক্যাম্পের ‘এ’ ব্লকের বাসিন্দা সুলতান আহম্মদের ছেলে আবুল হাসিম (২৫)।বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ-২ এর বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল ফয়সাল হাসান খান।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি নৌকায় করে কয়েকজন নাফ নদী দিয়ে প্রবেশের সময় তাদের থামার সংকেত দেয় বিজিবি। তখন তারা বিজিবিকে লক্ষ্য করে গুলি চালিয়ে পালানোর চেষ্টা করে। আত্মরক্ষার্থে বিজিবিও পাল্টা গুলি চালায়।

পরে ঘটনাস্থল থেকে দুজনের মৃতদেহ পাওয়া যায়। এ সময় ঘটনাস্থল থেকে ৫০ হাজার ইয়াবা ও অস্ত্র উদ্ধার করা হয়।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান বিজিবির এই কর্মকর্তা।