আজ ১১ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৪শে এপ্রিল, ২০২৪ ইং

হাসপাতালের খাবারের মান যাচাইকে কেন্দ্র করে খাদ্য সরবরাহকারী ঠিকাদারের লোকের হাতে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ ৪ জন লাঞ্চিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশ ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের খাবারের মান যাচাইকে কেন্দ্র করে খাদ্য সরবরাহকারী ঠিকাদারের লোকের হাতে হাসপাতালের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া সহ ৪ জন লাঞ্চিত হয়েছেন।

মঙ্গলবার দুপুর সোয়া ১টার দিকে হাসপাতাল চত্বরে ওই লাঞ্চিতের ঘটনা ঘটে। পরে থানা পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

সংশ্লিষ্ট সুত্রে জানা গেছে, দুপুরে হাসপাতালের বার্বুচি শফিকুল ইসলাম রোগীদের জন্য খাদ্য সরবরাহকারী প্রতিষ্ঠান মেসার্স আব্দুর রাজ্জাক ট্রেডাসের নিয়োজিত লোকের কাছ থেকে সরকারী তালিকা অনুযায়ী মান সম্মত খাবার বুঝে নিতে গেলে তার সাথে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ঠিকাদারের লোক গোলাম মোস্তফা ও বাহাদুর আলী রান্না ঘরের থাকা খড়ি দিয়ে বার্বুচি শফিকুলকে মারধর করে।

এ সময় হাসপাতালে থাকা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া সেখানে উপস্থিত হয়ে এই ঘটনার প্রতিবাদ করলে তাকেও লাঞ্চিত করা হয় এবং তার পরিহিত পিপিই টেনে ছিড়ে ফেলে কিল ঘুষি মারা হয়। এছাড়া অকথ্য ভাষায় গালাগাল ও তাদের কথামত না চললে দেখে নেওয়ার হুমকি দেয় বলে তিনি অভিযোগ করেন।

এছাড়া ওই কর্মকর্তা আরো জানান, তাকে রক্ষা করতে এসে হাসপাতালের কর্মরত শাহাদৎ হোসেন ও বাবলু মিয়া কেও তারা লাঞ্চিত করেন। পরে থানা পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন।

এ ব্যাপারে স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা জামাল মিয়া বলেন, সম্পূর্ণ বেআইনী ভাবে আমাদেরকে হত্যার উদ্দেশ্য পরিকল্পিতভাবে আমাদের উপর হামলা করা হয়েছে। এ ঘটনার সাথে জড়িত ৩ জনের বিরুদ্ধে মামলার করার জন্য বর্তমানে তাড়াশ থানায় অবস্থান করছি ।

এ প্রসঙ্গে তাড়াশ থানার ওসি (তদন্ত) মোয়াজ্জেম হোসেন বলেন, এ ব্যাপারে থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। মামলা প্রক্রিয়া শেষ হলে প্রয়োজনীয় আইনী পদক্ষেপ নেয়া হবে।

এ ঘটনায় মেসার্স আব্দুর রাজ্জাক ট্রেডাসের ঠিকাদার আব্দুর রাজ্জাক জানান, তিনি বাহিরে আছেন। শুনেছি খাবার সরবরাহ করা নিয়ে অপ্রীতিকর ঘটনা ঘটেছে। আমি ফিরে এসে আপনাদের বিস্তারিত জানাবো।

ঘটনার পরপরই সিরাজগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অধ্যাপক ডা: মো: আব্দুল আজিজ ও সিরাজগঞ্জ সিভিল সার্জন ডাঃ জাহিদুল ইসলাম হাসপাতাল পরিদর্শন করে এক জরুরী বৈঠকে বসেছেন। এ সংবাদ লেখা পর্যন্ত বৈঠক চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...