
জয়পুরহাট প্রতিনিধি : জয়পুরহাটের পাঁচবিবি উপজেলায় পুলিশের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে আমিনুল ইসলাম ক্যাসেট নামে ৮ মামলার আসামি নিহত হয়েছেন। পুলিশের দাবি, ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতে মারা গেছেন।
আজ ভোর ৩টার দিকে উপজেলার চাঁনপাড়া-শিরট্টি সড়কে এ ঘটনা ঘটে।
নিহত আমিনুল ইসলাম ক্যাসেট উপজেলার পিয়ারা গ্রামের শাহাবুল ইসলামের ছেলে।
পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার রাতে উপজেলার চাঁনপাড়া-শিরট্টি সড়কের ভারাহুতের মোড়ে ক্যাসেটসহ ১০-১২ জন ব্যক্তি বৈঠক করছিলেন। এ সময় পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে পৌঁছে তাদের জিজ্ঞাসাবাদ করে। এতে তারা পুলিশের ওপর চড়াও হয়ে গুলি করতে থাকে। এক সময় পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায়।
এক পর্যায়ে পুলিশ ক্যাসেটের গুলিবিদ্ধ লাশ দেখতে পায়। ক্যাসেট তার দলের সদস্যদের ছোড়া গুলিতেই নিহত হয়েছেন বলে দাবি করছেন পুলিশ। ঘটনাস্থল থেকে ৭ রাউন্ড গুলি, ১টি রিভলবার, দেশীয় অস্ত্রসহ ফেনসিডিল উদ্ধার করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান জানান, নিহত আমিনুল বিভিন্ন জনকে অপহরণ করে মুক্তিপণ দাবি করতেন। তার বিরুদ্ধে পাঁচবিবি থানায় অপহরণ ও মুক্তি আদায়সহ ৮টি মামলা রয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.