বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-১০

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার আগে উপজেলার কৈজুরী ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন গুটিবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন ও আনছার মোল্লার ছেলে আশরাফুল । আহতদের মধ্যে আহত আবু সামা, আকতার হোসেন, বাহারাম আলী, গাজী, সাহেব আলী ও রাজুকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উপজেলার কৈজুরী ইউনিয়নের গুটিবাড়ী গ্রামের বাহারাম গ্রুপ ও নাজিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ডা. ফয়সাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের  অবস্থা গুরুত্বর বলে জানান তিনি।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে নিহত-২ আহত-১০

প্রকাশের সময়: ০৮:৩২:৩০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ মে ২০২০

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পূর্ব শত্রুতার জের ধরে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১০ জন।

 

আজ মঙ্গলবার (২৬ মে) সন্ধ্যার আগে উপজেলার কৈজুরী ইউনিয়নের মাঠপাড়া গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। নিহতরা হলেন গুটিবাড়ী গ্রামের আব্দুল মান্নানের ছেলে রিপন ও আনছার মোল্লার ছেলে আশরাফুল । আহতদের মধ্যে আহত আবু সামা, আকতার হোসেন, বাহারাম আলী, গাজী, সাহেব আলী ও রাজুকে সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 

শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান জানান, উপজেলার কৈজুরী ইউনিয়নের গুটিবাড়ী গ্রামের বাহারাম গ্রুপ ও নাজিম গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে দ্বন্দ্ব চলে আসছিল। এরই জের ধরে আজ বিকেলে দুপক্ষ আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বেশ কয়েকজন আহত হয়েছেন। আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে দুজনের মৃত্যু হয়েছে।

বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালের ডা. ফয়সাল দুজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের ভর্তি করে চিকিৎসা দেয়া হচ্ছে। আহতদের মধ্যে একজনের  অবস্থা গুরুত্বর বলে জানান তিনি।