
ঠাকুরগাঁও প্রতিনিধি : গত ২৪ ঘন্টায় ঠাকুরগাঁও জেলায় নতুন করে ২৫ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। সদর উপজেলায় ১১ জন, বালিয়াডাঙ্গী উপজেলায় ২ জন, রাণীশংকৈল উপজেলায় ৫ জন, পীরগঞ্জ উপজেলায় ৪জন ও হরিপুর উপজেলায় ৩জন।
এদের মধ্যে রাণীশংকৈল উপজেলায় ৮০ বছর বয়সী ঢাকা ফেরত এক নারীর মৃত্যু হয়েছে। ঠাকুরগাঁও সিভিল সার্জন ডা. মাহফুজার রহমান সরকার শনিবার রাত সাড়ে আটটায় এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি আরও জানান, গত ২৪ ঘন্টায় ৬৩ জনের নমুনা সংগ্র করে প্রেরণ করা হয়েছিল। ঢাকাস্থ ন্যাশনাল ইনস্টিটিউট অফ ল্যাবরেটরি মেডিসিন এন্ড রেফারেল সেন্টার এবং এম আব্দুর রহিম মেডিকেল কলেজ,দিনাজপুর হতে প্রাপ্ত সর্বশেষ রিপোর্ট অনুযায়ী ঠাকুরগাঁও জেলায় আজ (৩০ মে) নতুন করে ২৫ জন করোনা পজেটিভ রোগী শনাক্ত হয়েছেন।
এদের মাঝে রাণীশংকৈল উপজেলার ৮০ বছর বয়সী ঢাকা ফেরত একজন মহিলা নিজ বাড়িতে মারা যাওয়ার পর মৃতদেহ থেকে সংগৃহীত নমুনা পরীক্ষার রিপোর্টও পজেটিভ এসেছে। পূর্বের রিপোর্টসহ ঠাকুরগাঁও জেলায় সর্বমোট করোনা সংক্রমিত রোগীর সংখ্যা ১০৯ জন,যাদের মধ্যে ২৪ জন সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং মৃত্যু ১জন।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.