আজ ১৩ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৬শে এপ্রিল, ২০২৪ ইং

হিলি সীমান্তে দুই-দেশের ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত

হিলি প্রতিনিধিঃ- স্বাস্থ্যবিধি মেনে আগামীকাল থেকে হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি চালু করতে দু্ই-দেশের ব্যবসায়ীদের মাঝে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

আজ শুক্রবার বিকেলে সীমান্তের জিরো পয়েন্ট এলাকায় দু্ই-দেশের ব্যবসায়ী নেতাদের উপস্থিতি এই বৈঠক অনুষ্ঠিত হয়।

এসময় ভারতের কাষ্টমস এক্সপোর্টার সভাপতি আলাউদ্দিন মন্ডল,সাধারন সম্পাদক সঞ্জীব মজুমদার এবং বাংলাদেশের সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ,আমদানি-রপ্তানি গ্রুপের সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান,পৌর মেয়র জামিল হোসেন চলন্ত,এসময় বিজিবির পক্ষে সিপি ক্যাম্প কমান্ডার সুবেদার ইয়াসিন,পানামা পোর্টের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিকসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

বৈঠক শেষে হিলি সিএন্ডএফ এজেন্টের সভাপতি কামাল হোসেন রাজ জানান,করোনার কারনে দীর্ঘ দুই মাস ধরে এই বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ আছে।করোনার ক্লান্তি সময়ে স্বাস্থ্যবিধিসহ অন্যনো নির্দেশনা মেনে কাল থেকে আমদানি-রপ্তানি শুরু করতে আজকের এই বৈঠক।

এছাড়াও প্রতিদিন আমদানি-রপ্তানির জন্য ৪০টি পণ্যবাহী ট্রাক দিতে ভারতীয় ব্যবসায়ীরা সম্মতি দিয়েছে।

এদিকে হিলি পানামা পোর্ট লিংকের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন প্রতাব মল্লিক জানান,স্বাস্থ্যবিধি মেনে আমদানি-রপ্তানি কার্যক্রম চালু করতে পানামার পক্ষ থেকে সবধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। এছাড়া ভারতীয় ডাইভার যাতে পোর্টের বাহিরে যেতে না পারে যেটাকে আমরা কোয়ারেন্টাইন বলি সেটা নিশ্চিত করতেও কাজ করে যাচ্ছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...