
পাঁচবিবি (জয়পুরহাট) প্রতিনিধি ঃ পাঁচবিবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাল্টি পারপাস হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপনের শুভ উদ্বোধন করা হয়েছে। আজ বেলা ১১ টায় উপজেলা পরিষদ প্রাঙ্গনে এ ভিত্তি প্রস্তর স্থাপন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু ।
এ উপলক্ষ্যে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিষদে যৌথ আয়োজনে এবং সকল ইউনিয়ন পরিষদ, এনজিও সমূহ, সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও বিভিন্ন পেশাজীবি সংগঠনের সহযোগীতায় অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্তকর্তা মোঃ নাদিম সারওয়ার।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাডঃ সামছুল আলম দুদু। বিশেষ অতিথি উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মনিরুল শহীদ মন্ডল মুন্না, পৌর মেয়র মোঃ হাবিবুর রহমান হাবিব, থানা অফিসার ইনচার্জ মোঃ মুনসুর রহমান, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মোঃ আবু বক্কর সিদ্দিক মন্ডল, পৌর আওয়ামীলীগ সভাপতি এস কে হক, ধরঞ্জী ইউনিয়ন পরিষদ চেয়্যারম্যান মোঃ গোলাম মোস্তফা ও বণিক সমিতির সভাপতি ভরত প্রসাদ গোয়ালা প্রমুখ।
আলোচনা শেষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মাল্টি পারপাস হলরুমের ভিত্তি প্রস্তর স্থাপন করে দোয়া অনুষ্ঠিত হয় ।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.