
গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় নতুন করে আরও ৬ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় এখন পর্যন্ত ৭৭ জনের শরীরে ভাইরাসটির সন্ধান মিলেছে। জেলায় আক্রান্ত ৭৭ জনের মধ্যে মারা গেছেন ৩ জন। সুস্থ হয়েছেন ২২ জন। আইসোলেশনে চিকিৎসাধীন আছেন ৫২ জন।
গাইবান্ধায় গতকাল শুক্রবার ১ জন করোনা শনাক্তের পর আজ শনিবার (০৬ জুন) জেলায় নতুন করে আরও ৬ জন করোনা আক্রান্তের সন্ধান মেলে। এদের মধ্যে গাইবান্ধা সদরে ১ জন, গোবিন্দগঞ্জে ১ জন, সাঘাটায় ১ জন এবং সাদুল্লাপুর উপজেলায় ৩ জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে শুধুমাত্র গত দশ দিনেই গাইবান্ধায় ৪৪ জনের শরীরে করোনা পজেটিভ পাওয়া গেছে। জেলায় করোনা আক্রান্তদের মধ্যে সদরে ১৬, ফুলছড়িতে ১, সাঘাটায় ৪, পলাশবাড়ীতে ৬, গোবিন্দগঞ্জে ৩৬, সুন্দরগঞ্জে ৪ এবং সাদুল্লাপুর উপজেলায় রয়েছেন ১২ জন। এরমধ্যে গোবিন্দগঞ্জে আক্রান্ত ২ জন এবং সুন্দরগঞ্জ উপজেলায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। গাইবান্ধা সিভিল সার্জন ডা. এ.বি.এম আবু হানিফ এসব তথ্য নিশ্চিত করেন।
এদিকে গাইবান্ধায় গত ২৪ ঘন্টায় শনিবার (০৬ জুন) করোনা ভাইরাসের উপসর্গ নিয়ে নতুন করে ২৩ জনকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। এ নিয়ে বর্তমানে জেলায় হোম কোয়ারেন্টাইনে আছেন ৪৮৮ জন। এরমধ্যে সুন্দরগঞ্জে ১৩, গোবিন্দগঞ্জে ১৫০, সদরে ১০৭, ফুলছড়িতে ৫১, সাঘাটায় ৪৯, পলাশবাড়িতে ১৭ এবং সাদুল্লাপুর উপজেলায় রয়েছেন ১০১ জন। এছাড়া ১৪ দিন হোম কোয়ারেন্টাইন শেষে ৭১ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.