
লালমনিহাট প্রতিনিধি : লালমনিরহাটে তেলের জারকিন চুরির অভিযোগে এক কিশোরকে অমানবিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শহরের মিশন মোড় এলাকার এ ঘটনায় আশরাফ আলী লাল নামে এক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।
তেল চুরির অপবাদ দিয়ে মধ্যযুগীয় কায়দায় কিশোরকে নির্যাতনের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ায় ব্যাপক সমালোচনা ও নিন্দার ঝড় উঠেছে। ভাইরাল হওয়া দুই মিনিট ৪৩ সেকেন্ডের ওই ভিডিওটিতে দেখা যায়, ব্যবসায়ী আশরাফ আলী লালসহ আরো দুই-তিনজন ওই কিশোরকে বার বার মাটিতে ফেলে বেধরক মারধর এবং পা দিয়ে মুখ ও গলা চেপে ধরছেন। আত্মরক্ষায় ছেলেটি অনেকের পা জড়িয়ে ধরলেও কেউ রক্ষা করতে এগিয়ে আসেননি।
স্থানীয়রা জানান, ট্রাস্ট ব্যাংক মিশন শাখা ও নন্দন ডিজিটাল ল্যাব সংলগ্ন ইজিবাইক থেকে একটি তেলের জারকিন চুরির অপরাধে এক কিশোরকে আটক করা হয়। পরে ভবন মালিক ব্যবসায়ী আশরাফ আলী লালের হাতে তুলে দেওয়া হলে তিনি অভিযুক্ত কিশোরের ওপর অমানবিক নির্যাতন চালান।
এ ঘটনায় মঙ্গলবার (৯ জুন) দিবাগত মধ্যরাতে অভিযুক্ত ব্যবসায়ী লালকে তার শহরের বাসা থেকে আটক করেছে পুলিশ। আটক আশরাফ আলী জেলা ট্রাক মালিক সমিতির সাবেক সাধারণ সস্পাদক বলে জানা গেছে।
তবে ঘটনার পর থেকে নির্যাতনের শিকার কিশোরের খোঁজ মেলেনি। তার বাড়ি সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নাধীন চাঁদনী বাজার এলাকায় এবং তার নাম মমিনুল ইসলাম (১৬) বলে প্রাথমিকভাবে জানা গেছে।
এ ব্যাপারে লালমনিরহাট সদর থানার ওসি মাহফুজ আলম জানান, কিশোর নির্যাতনের ভাইরাল হওয়া ভিডিও'র প্রেক্ষিতে অভিযুক্তকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। পাশাপাশি নির্যাতনের শিকার কিশোরের পরিচয় ও সন্ধান বের করার চেষ্টা করছে পুলিশ। এ ঘটনায় একটি মামলা হয়েছে।
প্রকাশক ও সম্পাদক: মোঃ আতিকুর রহমান আতিক বাবু, বার্তা সম্পাদক: শামসুর রহমান হৃদয়, বিজ্ঞাপন বিভাগ: রওশন সরকার, 01707-480805, সম্পাদকীয় কার্যালয়: হকার্স মার্কেট, ডিবি রোড, গাইবান্ধা। যোগাযোগ: 01713-739236
Copyright © 2025 গণ উত্তরণ. All Rights Reserved.