ডেক্স নিউজ : ইন্দোনেশিয়া ও সিঙ্গাপুরের পর এবার মালয়েশিয়াও হজযাত্রা বাতিল করল। করোনাভাইরাস নিয়ে উদ্বেগের মধ্যে এবার মালয়েশিয়া তার নাগরিকদের হজে পাঠাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে। খবর- রয়টার্স’র। বৃহস্পতিবার এ ঘোষণা দিয়েছেন দেশটির ধর্ম বিষয়ক মন্ত্রী জুলকিফলি মোহাম্মদ আল-বাকরি। স্থানীয় জাতীয় টেলিভিশনের এক ভাষণে তিনি বলেন, ‘আশা করি হজযাত্রীরা ধৈর্যশীল হবেন এবং এ সিদ্ধান্ত মেনে নেবেন।’ চলতি বছর মালয়েশিয়া থেকে প্রায় ৩১ হাজার ৬০০ হজযাত্রী যাওয়ার কথা ছিল। এদিকে মালয়েশিয়ায় নতুন করে ৮ হাজার ৩৬৯ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে। দেশটিতে এখন পর্যন্ত এই রোগে মারা গেছে ১১৮ জন।
গত সপ্তাহে বিশ্বের সবচেয়ে জনবহুল মুসলিম দেশ ইন্দোনেশিয়া হজ বাতিল করে। এর আগে সিঙ্গাপুরও তার নাগরিকদের হজযাত্রা বাতিল করে। সৌদি আরব ইতোমধ্যেই ওমরাহ স্থগিত করেছে। করোনা ভাইরাস প্রতিরোধ করতেই তারা এ সিদ্ধান্ত গ্রহণ করেছে। এখন পর্যন্ত হজের ব্যাপারে কোনো সিদ্ধান্ত নেয়নি সৌদি আরব।
Leave a Reply