আজ ১২ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২৫শে এপ্রিল, ২০২৪ ইং

বিশ্বে করোনায় মৃতের সংখ্যা ৪ লাখ ২৩ হাজার ছাড়াল

ডেক্স নিউজ : মহামারি করোনাভাইরাসে বিশ্বে মৃতের সংখ্যা বেড়ে ৪ লাখ ২৩ হাজার ৮১১ জনে দাঁড়িয়েছে। আজ শুক্রবার (১২ জুন) সকাল পর্যন্ত আক্রান্তের সংখ্যা ৭৫ লাখ ৯৫ হাজার ৬৪৬ জন। ৩৩ লাখ ৩০ হাজার ৫০৪ জন চিকিৎসাধীন এবং ৫৩ হাজার ৯০২ জন (২ শতাংশ) আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। আজ শুক্রবার (১২ জুন) ওয়ার্ল্ডোমিটার এ তথ্য জানিয়েছে।

ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, বিশ্বে করোনা ভাইরাসে আক্রান্তদের মধ্যে এখন পর্যন্ত ৩৮ লাখ ৪১ হাজার ৩৩১ জন সুস্থ হয়ে উঠেছে। তার মধ্যে যুক্তরাষ্ট্রে সেরে উঠেছে আট লাখ ১৬ হাজার ৮৬ জন, ব্রাজিলে তিন লাখ ৯৬ হাজার ৬৯২, রাশিয়ায় দুই লাখ ৬১ হাজার ১৫০, স্পেনে সেরে উঠেছে এক লাখ ৯৬ হাজার ৯৫৮ জন, ইতালিতে এক লাখ ৭১ হাজার ৩৩৮, জার্মানিতে এক লাখ ৭১ হাজার ২০০, তুরস্কে এক লাখ ৪৭ হাজার ৮৬০, ইরানে এক লাখ ৪২ হাজার ৬৬৩, মেক্সিকোয় ৯৮ হাজার ৬৪, চীনের মূল ভূখণ্ডে ৭৮ হাজার ৩৬৫ এবং ফ্রান্সে ৭২ হাজার ১৪৯ জন।

এছাড়া কানাডায় ৫৭ হাজার ৬৫৮, সুইজারল্যান্ডে ২৮ হাজার ৮০০, বেলজিয়ামে ১৬ হাজার ৪৫৩, অস্ট্রিয়ায় ১৫ হাজার ৯৪৯, দক্ষিণ কোরিয়ায় ১০ হাজার ৬৬৯, অস্ট্রেলিয়ায় ছয় হাজার ৭৭৭ এবং মালয়েশিয়ায় সাত হাজার ৬৫ জন সুস্থ হয়ে উঠেছে।

এদিকে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গতকাল পর্যন্ত মোট এক হাজার ৪৯ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া গতকাল পর্যন্ত মোট ৭৮ হাজার ৫২ জন করোনায় আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। দেশে গত ৮ মার্চ করোনাভাইরাসে আক্রান্ত প্রথম রোগী শনাক্ত করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...