আজ ৬ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ১৯শে এপ্রিল, ২০২৪ ইং

করোনায় দেশে মিনিটে আক্রান্ত তিন, ঘণ্টায় মৃত্যু দুজনের

ডেক্স নিউজ : করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃত্যুর নতুন রেকর্ড তৈরি হয়েছে। গেল ২৪ ঘণ্টায় অর্থাৎ ১৫ জুন সকাল ৮টা থেকে আজ ১৬ জুন সকাল ৮টা পর্যন্ত সারাদেশের ৬১টি ল্যাবে রেকর্ডসংখ্যক ১৮ হাজার ৪০৩টি নমুনা সংগ্রহের পর ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

এসব পরীক্ষা থেকে রেকর্ড তিন হাজার ৮৬২ জনের করোনা শনাক্ত করা হয়েছে। একইসঙ্গে এই সময়ের মধ্যে মারা গেছেন ৫৩ জন। যা একদিনে সর্বোচ্চ মৃত্যু। এই দুইটি পরিসংখ্যান বিশ্লেষণে দেখা যায়, গতদিনে প্রতি মিনিটে তিনজন শনাক্ত হয়েছে এবং প্রতি ঘণ্টায় দুজনেরও বেশি মানুষের মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৬ জুন) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা অনলাইনে বুলেটিন পড়েন।

তিনি জানান, করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আইইডিসিআরসহ ৬১টি প্রতিষ্ঠানে ১৭ হাজার ২১৪টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৩৩ হাজার ৭১৭টি। নতুন নমুনা পরীক্ষায় আরও তিন হাজার ৮৬২ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে করোনায় মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৯৪ হাজার ৪৮১ জনে

অধ্যাপক নাসিমা সুলতানা বলেন, আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৫৩ জন। তার মধ্যে ৪৭ জন পুরুষ ও ৬ জন নারী। মারা যাওয়া ৫৩ জনের মধ্যে ঢাকা বিভাগে ৩০ জন, চট্টগ্রাম বিভাগে ১৪ জন, রাজশাহী বিভাগে চারজন, খুলনা বিভাগে তিনজন, বরিশাল ও ময়মনসিংহ বিভাগে একজন করে মারা গেছেন।

এদের মধ্যে ১১ থেকে ২০ বছরের একজন, ২১ থেকে ৩০ বছরের তিনজন, ত্রিশোর্ধ্ব দুইজন, চল্লিশোর্ধ্ব নয়জন, পঞ্চাশোর্ধ্ব ১৯ জন, ষাটোর্ধ্ব ১০ জন, সত্তরোর্ধ্ব ৮ জন, ৮১ থেকে ৯০ বছর বয়সী একজন মারা গেছেন।

তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় আরো ২ হাজার ২৩৭ জন করোনাভাইরাসে আক্রান্ত রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে মোট ৩৬ হাজার ২৬৪ জন সুস্থ হলেন।

বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার তুলনায় রোগী শনাক্তের হার ২২ দশমিক ৪৪ শতাংশ। এখন পর্যন্ত শনাক্ত রোগীদের মধ্যে সুস্থতার হার ৩৮ দশমিক ৩৮ শতাংশ এবং মৃত্যুর হার ১ দশমিক ৩৪ শতাংশ।

গত ৮ মার্চ দেশে প্রথম করোনা ভাইরাসের রোগী শনাক্ত হলেও প্রথম মৃত্যুর খবর আসে ১৮ মার্চ। দিনে দিনে করোনা রোগী শনাক্ত ও মৃতের সংখ্যা বেড়েই চলছে। আজ দুপুর পর্যন্ত দেশে করোনায় আক্রান্ত হয়েছেন ৯৪ হাজার ৪৮১ জন মানুষ। এর আগে গত ডিসেম্বরে চীনের উহানে করোনাভাইরাসের আঘাত আসে।

এরপর এটি বিশ্বের বিভিন্ন দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়ে। মঙ্গলবার সকাল সাড়ে সাতটা পর্যন্ত কোভিড-১৯ আক্রান্ত হয়ে মোট ৪ লাখ ৩৯ হাজার ৫১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে আক্রান্ত হয়েছেন ৮১ লাখ ১২ হাজার ৬১১ জন। আর সুস্থ হয়ে উঠেছেন ৪২ লাখ ১৩ হাজার ২১২ জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...