আজ ৭ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ, ২০শে এপ্রিল, ২০২৪ ইং

চীনের সঙ্গে সংঘর্ষে ৩ ভারতীয় সেনা নিহত হয়েছে

ডেক্স নিউজ : বিতর্কিত কাশ্মীর অঞ্চলের লাদাখের গালওয়ান উপত্যকায় ভারত ও চীনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষে অন্তত ৩ জন ভারতীয় সেনা নিহত হয়েছেন। খবর- বিবিসি’র।  আজ মঙ্গলবার (১৬ জুন) এ তথ্য জানিয়ে ভারতীয় সেনাবাহিনী একটি বিবৃতি দিয়েছে। বিবৃতিতে জানানো হয়েছে, সোমবার দিবাগত রাতে ওই সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ভারতের দিকে একজন কর্নেল পদমর্যাদার কর্মকর্তা ও দুজন সেনা জওয়ান নিহত হয়েছেন। চীনেরও বেশ কয়েকজন সেনা হতাহত হয়েছে। তবে কতজন চীনা সৈন্য মারা গেছেন সে ব্যাপারে ভারত কোনো মন্তব্য করেনি।

আন্তর্জাতিক সংবাদ সংস্থা এএফপি টুইট করেছে, বেজিং অভিযোগ করেছে যে ভারত সীমান্ত অতিক্রম করে চীনা বাহিনীর সদস্যদের ওপর আক্রমণ চালিয়েছে। বিবিসির প্রতিবেদনে প্রকাশ, চীনের পররাষ্ট্র মন্ত্রনালয়ের একজন মুখপাত্র ঝাও লিজিয়ানকে উদ্ধৃত করে জানানো হয়েছে, চীনের অভিযোগ ভারত সীমান্ত অতিক্রম করে “চীনের সৈন্যদের উস্কানি দিয়েছে এবং তাদের ওপর হামলা চালিয়েছে। যার ফলস্বরুপ এই প্রাণঘাতী সংঘর্ষ ঘটেছে। প্রসঙ্গত, ১৯৭৫ সালের পর সম্ভবত এই প্রথম ভারত-চীন সীমান্তে সামরিক প্রাণহানির ঘটনা ঘটল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এই বিভাগের আরও খবর...