শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ৩ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গোবিন্দগঞ্জে প্রতারণার অভিযোগে নকল ডিআইজি গ্রেফতার

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কন্ঠ নকল করে বিভিন্ন সময় ডিআইজি, সেনা কর্মকর্তা ও নারী নেত্রী পরিচয়দানকারী মাসুদ সরকার (২৮) নামে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের পশ্চিম চৌমাথা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাসুদ একজন পেশাদার প্রতারক। তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও প্রতারণাসহ ছয়টি মামলা রয়েছে বলে। গত ১৪ জুন মাসুদ তাঁর পাশের বাড়ির প্রবাসী জাকিরের কন্ঠ নকল করে সৌদিতে বিপদে পড়ার কথা বলে তাঁর পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আবারও ১৫ হাজার টাকার জন্য ফোন করলে জাকিরের পরিবারের সন্দেহ হয়। পরে জাকিরের বাবা বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রতারক মাাসুদ সরকারকে চিহ্নিত করে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।
জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গোবিন্দগঞ্জে প্রতারণার অভিযোগে নকল ডিআইজি গ্রেফতার

প্রকাশের সময়: ০৫:৪৯:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২০
গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে কন্ঠ নকল করে বিভিন্ন সময় ডিআইজি, সেনা কর্মকর্তা ও নারী নেত্রী পরিচয়দানকারী মাসুদ সরকার (২৮) নামে এক পেশাদার প্রতারককে গ্রেফতার করেছে পুলিশ। গত সোমবার সন্ধ্যায় গোবিন্দগঞ্জের পশ্চিম চৌমাথা এলাকা থেকে তাঁকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত মাসুদ উপজেলার চকরহিমাপুর মধ্যপাড়া গ্রামের আব্দুল মজিদ সরকারের ছেলে।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাসুদ একজন পেশাদার প্রতারক। তাঁর বিরুদ্ধে গোবিন্দগঞ্জ থানায় মাদক ও প্রতারণাসহ ছয়টি মামলা রয়েছে বলে। গত ১৪ জুন মাসুদ তাঁর পাশের বাড়ির প্রবাসী জাকিরের কন্ঠ নকল করে সৌদিতে বিপদে পড়ার কথা বলে তাঁর পরিবারের কাছ থেকে বিকাশের মাধ্যমে দুই দফায় ২৫ হাজার টাকা হাতিয়ে নেয়। পরে আবারও ১৫ হাজার টাকার জন্য ফোন করলে জাকিরের পরিবারের সন্দেহ হয়। পরে জাকিরের বাবা বিষয়টি পুলিশকে জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। পরে পুলিশ প্রযুক্তির সহায়তায় প্রতারক মাাসুদ সরকারকে চিহ্নিত করে। গোবিন্দগঞ্জ থানার পরিদর্শক (ওসি) একেএম মেহেদী হাসান বিষয়টি নিশ্চিত করেছেন।