
শেরপুর প্রতিনিধি : শেরপুরের নালিতাবাড়ীতে খড় বোঝাই ট্রাকের উপরে বসে গন্তব্যে আসার পথে বিদ্যুতের তারে জড়িয়ে এক ট্রাক হেলপারের মৃত্যু হয়েছে। তার নাম আলামিন (২৪)।
রবিবার (২৮জুন) রাত সাড়ে নয়টার দিকে উপজেলার হালুয়াঘাট রোডের শেহড়াতলী চৌরাস্তা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ঘটনার পরপরই সটকে গেছে ট্রাকচালক। নালিতাবাড়ী থানা পুলিশের ওসি বাছির আহমেদ বাদল জানায়, শেহড়াতলী এলাকার জনৈক কৃষকের কাছ থেকে খড় নিয়ে নালিতাবাড়ী ফিরছিল আলামিন। এ সময় সে খড় বোঝাই ট্রাকের উপর বসা ছিল। পথিমধ্যে ট্রাকটি শেহড়াতলী চৌরাস্তা মোড়ে এলে রাস্তার উপরে আড়াআড়ি ভাবে থাকা পল্লী বিদ্যুতের তারে জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। বিষয়টি টের পেয়ে সটকে পড়ে ট্রাকচালক। নিহতের লাশ উদ্ধার এবং ট্রাকটি আটক করে থানায় নেয়া হয়েছে বলে জানান তিনি।
নিজস্ব প্রতিবেদক 












