বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০
  • ২৩৫ বার পড়া হয়েছে

তেঁতুলিয়া প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ‘তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ঘন্টব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,হাসান আলী মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য সামসুজ্জোহা নেয়াজী, আতাউর রহমান মানিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার জন্য দুর্বৃত্তরা হামলা করে। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

ইউএনও ওয়াহিদার উপর হামলার প্রতিবাদে তেঁতুলিয়ায় মানববন্ধন

প্রকাশের সময়: ০৪:০২:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২০

তেঁতুলিয়া প্রতিনিধি : দিনাজপুর ঘোড়াঘাট উপজেলার ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবার উপর হামলার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে ‘তেঁতুলিয়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড’ ঘন্টব্যাপী এ মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করে। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে মুক্তিযোদ্ধা, মুক্তিযোদ্ধাদের সন্তানেরা অংশ নেয়। এসময় বক্তব্য রাখেন তেঁতুলিয়া উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার কাজী মাহবুবুর রহমান, মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ,হাসান আলী মিয়া, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, সদস্য সামসুজ্জোহা নেয়াজী, আতাউর রহমান মানিক প্রমুখ। মানববন্ধনে বক্তারা বলেন, ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখকে হত্যার জন্য দুর্বৃত্তরা হামলা করে। অবিলম্বে জড়িতদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান তারা।