বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০
  • ২১১ বার পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালের পানিতে ফাতেমা আক্তার (৮) ও মীম আক্তার (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন। ফাতেমা আক্তার ওই গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে ও মীম আক্তার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দুই শিশুর মৃতুতে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফাতেমা ও মীম পরিবারের লোকজনের অজান্তে শালুক কুঁড়াতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির অদুরে বিলে নামতে গিয়ে দুজন খালের পানিতে পড়ে ডুবে যায়। কয়েক ঘন্টা যাবত শিশু দুটি ঘরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। তাদের খুঁজে না পেয়ে পরিবারে লোকজন কান্নাকাটি শুরু করে। দুপুর প্রায় আড়াইটার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী বজলুর খালে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

প্রকাশের সময়: ০৫:৪৮:৩২ অপরাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২০

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ার কসবায় খালের পানিতে ফাতেমা আক্তার (৮) ও মীম আক্তার (৭) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার দুপুরে উপজেলার কুটি ইউনিয়নের শরৎনগর গ্রামে এ ঘটনা ঘটে। তারা দুইজন সম্পর্কে চাচাতো বোন। ফাতেমা আক্তার ওই গ্রামের তৌহিদ মিয়ার মেয়ে ও মীম আক্তার জাহাঙ্গীর হোসেনের মেয়ে। দুই শিশুর মৃতুতে পরিবারে চলছে শোকের মাতম।

নিহতদের পারিবারিক সূত্রে জানা যায়, দুপুরে ফাতেমা ও মীম পরিবারের লোকজনের অজান্তে শালুক কুঁড়াতে বাড়ি থেকে বেরিয়ে যায়। বাড়ির অদুরে বিলে নামতে গিয়ে দুজন খালের পানিতে পড়ে ডুবে যায়। কয়েক ঘন্টা যাবত শিশু দুটি ঘরে না আসায় পরিবারের লোকজন তাদের খোঁজাখুঁজি করতে থাকে। তাদের খুঁজে না পেয়ে পরিবারে লোকজন কান্নাকাটি শুরু করে। দুপুর প্রায় আড়াইটার দিকে খোঁজাখুজির এক পর্যায়ে পাশ্ববর্তী বজলুর খালে দুই শিশুর মরদেহ ভাসমান অবস্থায় দেখতে পায় বাড়ির লোকজন। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। দুই শিশুর মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।