বুধবার, ০৩ ডিসেম্বর ২০২৫, ১৯ অগ্রহায়ণ ১৪৩২ বঙ্গাব্দ

কারাগারে আসামির মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১২:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০
  • ২২৫ বার পড়া হয়েছে

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ তে অস্ত্র ও মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে। বুধবার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পরে মিজানুর রহমান। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অস্ত্র ও মাদক মামলা ছিল। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে ওই মামলায় তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

গাইবান্ধায় ছাত্র ও যুব সমাবেশ উপলক্ষে জামায়াতের সংবাদ সম্মেলন

error: Content is protected !!

কারাগারে আসামির মৃত্যু

প্রকাশের সময়: ১২:৪৫:৫০ অপরাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২০

গাজীপুর প্রতিনিধি :  গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ তে অস্ত্র ও মাদক মামলার এক আসামির মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাতে হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তিনি বরগুনার আমতলী থানার সাখারিয়া ফকিরবাড়ি এলাকার মৃত কাসেম ফকিরের ছেলে। বুধবার মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর জেলার নূর মোহাম্মদ মৃধা জানান, মঙ্গলবার সন্ধ্যায় কারাগারের ভেতর হঠাৎ বুকে ব্যথা অনুভব করে অসুস্থ হয়ে পরে মিজানুর রহমান। পরে প্রথমে তাকে কারা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। তার অবস্থার অবনতি হলে তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এসময় চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে মিজানুর রহমানকে মৃত ঘোষণা করেন।

মিজানুর রহমানের বিরুদ্ধে গাজীপুর মেট্রোপলিটনের বাসন থানায় অস্ত্র ও মাদক মামলা ছিল। ২০১৮ সালের ২৪ ডিসেম্বর থেকে ওই মামলায় তিনি গাজীপুর জেলা কারাগারে বন্দি ছিলেন। পরে ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারি তাকে কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।