বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বালু বোঝাই ট্রাক্টর ও কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১
  • ২৬৪ বার পড়া হয়েছে

 

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর উল্টে গিয়ে চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক লিটন (৪০) কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), ও রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) মারাত্মক আহত অবস্থায় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমেকে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক মারা যান। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বালু বোঝাই ট্রাক্টর ও কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত ৩

প্রকাশের সময়: ০১:২১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জুলাই ২০২১

 

কুমিল্লা প্রতিনিধি : কুমিল্লার চান্দিনায় কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরকে ধাক্কা দেয়। এতে ট্রাক্টর উল্টে গিয়ে চালকসহ ৩ জনের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৯ জুলাই) সকাল সোয়া ৮টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার হাড়িখোলা মাজার সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির (ইন্সপেক্টর) জিয়াউল হক চৌধুরী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন। নিহতরা হলেন- কাভার্ডভ্যান চালক লিটন (৪০) কুমিল্লার চান্দিনা উপজেলার হাড়িখোলা গ্রামের আবদুল জলিলের ছেলে বালু শ্রমিক নুরুল ইসলাম (৪০), ও রংপুরের আবদুল খালেকের ছেলে শ্রমিক ফয়জার রহমান (৪০) মারাত্মক আহত অবস্থায় হাড়িখোলা গ্রামের ট্রাক্টর চালক আমির হোসেনকে কুমেকে পাঠানো হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার সকালে হাড়িখোলা মাজার এলাকায় মহাসড়ক সংলগ্ন মার্কেটের সামনে ট্রাক্টরে বালু উঠাচ্ছিলেন শ্রমিকরা। এ সময় ঢাকাগামী একটি কাভার্ডভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে বালু বোঝাই ট্রাক্টরে ধাক্কা দেয়। পরে কাভার্ডভ্যানটিও উল্টে যায়। এ সময় ঘটনাস্থলেই শ্রমিক নূরুল ইসলাম ও ফয়জার রহমান নিহত হন। হাসপাতালে নেয়ার পথে কাভার্ডভ্যান চালক মারা যান। চান্দিনা ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে উদ্ধার কাজ চালায়।