বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪
  • ১২৮ বার পড়া হয়েছে

চাঁদপুর প্রতিনিধি :  চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারে (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভা এলাকার টোরাগড় গ্রাম ও সরদার বাড়ীর দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানা যায়, সন্ধ্যার পর ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ তিন ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষে দুই গ্রুপের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। একাধিক নিহতের খবর পাওয়া গেলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার নিয়ন্ত্রণে নেন। তবে চাঁদাবাজি ও দখলসহ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় সর্দার বাড়ির বিএনপি গ্রুপ ও টোরাগড় গ্রামের বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুর করা হয় এতে অনেকের আহতের খবর জানা যায়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ বড় আকার ধারণ করতে থাকলে পুলিশের একটি টিম হাজীগঞ্জ বিশ্বরোড এবং আরেকটি টিম থানা রোড এলাকায় সতর্ক অবস্থান নেয়। পরে পরিস্থিতি ভয়াবহ দেখে পুলিশ সহায়তার জন্য সেনাবাহিনীকে খবর দেয়। রাত ১০টার পর সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ বিষয়ে বলেন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের তৎপরতায় হাজীগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হতাহতের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আমরা তথ্য যাচাই-বাছাই করার পর নিশ্চিত হতে পারব।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে আহত অর্ধশতাধিক

প্রকাশের সময়: ০১:৩৫:৩৫ অপরাহ্ন, শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪

চাঁদপুর প্রতিনিধি :  চাঁদপুরের হাজীগঞ্জে বিএনপি’র দুই গ্রুপের আধিপত্য বিস্তার কে কেন্দ্র করে হাজীগঞ্জ বাজারে (২০ সেপ্টেম্বর) সন্ধ্যায় পৌরসভা এলাকার টোরাগড় গ্রাম ও সরদার বাড়ীর দুই গ্রুপের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে।

 

জানা যায়, সন্ধ্যার পর ৭ টা থেকে রাত ১০ টা পর্যন্ত এ তিন ঘণ্টাব্যাপী চলমান এ সংঘর্ষে দুই গ্রুপের অর্ধশতাধিক ব্যক্তি আহত হয়েছেন। একাধিক নিহতের খবর পাওয়া গেলেও বিষয়টি এখনও নিশ্চিত হওয়া যায়নি। খবর পেয়ে ঘটনাস্থলে সেনাবাহিনী ও পুলিশ সদস্যরা গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন।

স্থানীয়রা জানান, ৫ আগস্ট সরকার পতনের পর বিএনপির নেতাকর্মীরা হাজীগঞ্জ বাজার নিয়ন্ত্রণে নেন। তবে চাঁদাবাজি ও দখলসহ আধিপত্য বিস্তার নিয়ে দ্বন্দ্ব শুরু হয় সর্দার বাড়ির বিএনপি গ্রুপ ও টোরাগড় গ্রামের বিএনপির অপর গ্রুপের নেতাকর্মীদের মাঝে। বৃহস্পতিবার সন্ধ্যার পর সংঘর্ষ চলাকালে কয়েকটি মোটরসাইকেলে আগুন ও গাড়ি ভাঙচুর করা হয় এতে অনেকের আহতের খবর জানা যায়।

পুলিশ জানায়, সন্ধ্যা ৭টার দিকে সংঘর্ষ বড় আকার ধারণ করতে থাকলে পুলিশের একটি টিম হাজীগঞ্জ বিশ্বরোড এবং আরেকটি টিম থানা রোড এলাকায় সতর্ক অবস্থান নেয়। পরে পরিস্থিতি ভয়াবহ দেখে পুলিশ সহায়তার জন্য সেনাবাহিনীকে খবর দেয়। রাত ১০টার পর সেনাবাহিনী ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

এদিকে সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক মোহাম্মদ মোহসীন উদ্দিন ও পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব।

চাঁদপুরের নবাগত পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিব এ বিষয়ে বলেন, সেনাবাহিনী ও পুলিশ সদস্যদের তৎপরতায় হাজীগঞ্জের পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে আছে। হতাহতের বিষয়ে বিভিন্ন তথ্য পাওয়া যাচ্ছে। আমরা তথ্য যাচাই-বাছাই করার পর নিশ্চিত হতে পারব।