শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

আবরার হত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল ও পেয়াজের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৫:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯
  • ৩৩০ বার পড়া হয়েছে

 আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, ক্যাসিনো ঘুষ-দুর্নীতির গডফাদারদের গ্রেফতার ও পেয়াজের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাসদ মাকর্সবার্দ গাইবান্ধা জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, গোলাম সাদেক লেবু, ধীরেন চন্দ্র শীল, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা অবিলম্বে আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, ক্যাসিনো ঘুষ-দুর্নীতির গডফাদারদের গ্রেফতার ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, আমন ফসলের পোকা দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এছাড়া ঐতিহ্যবাহি কামারজানি বন্দরে সোনালী ব্যাংক স্থানান্তরের প্রতিবাদ এবং চাঞ্চল্যকর তৃষা হত্যার সাজাপ্রাপ্ত আসামি পুনরায় স্কুল ছাত্রী ধর্ষক মেহেদী হাসান মর্ডাণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা, নারী-শিশু নির্যাতন, হত্যা পাচার বন্ধ ও গ্যাস-বিদ্যুতের দাম কমানোরও দাবি জানান।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

আবরার হত্যার বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল ও পেয়াজের দাম কমানোসহ ১০ দফা দাবিতে বিক্ষোভ মিছিল

প্রকাশের সময়: ০৫:০০:৫৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০১৯

 আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, ক্যাসিনো ঘুষ-দুর্নীতির গডফাদারদের গ্রেফতার ও পেয়াজের দাম কমানোসহ ১০ দফা বাস্তবায়নের দাবিতে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা শহরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এর আগে গাইবান্ধা জেলা প্রশাসক আব্দুল মতিনের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়। বাসদ মাকর্সবার্দ গাইবান্ধা জেলা শাখা অনুষ্ঠানের আয়োজন করে।
বিক্ষোভ মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ে এক সমাবেশে মিলিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন সংগঠনের জেলা আহবায়ক আহসানুল হাবীব সাঈদ, সদস্য কাজী আবু রাহেন শফিউল্যাহ খোকন, গোলাম সাদেক লেবু, ধীরেন চন্দ্র শীল, নিলুফার ইয়াসমিন শিল্পী প্রমুখ।
বক্তারা অবিলম্বে আবরার ফাহাদ হত্যার দ্রুত বিচার, ভারতের সাথে অসম চুক্তি বাতিল, ক্যাসিনো ঘুষ-দুর্নীতির গডফাদারদের গ্রেফতার ও পেয়াজসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমানো, আমন ফসলের পোকা দমনে কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানান। এছাড়া ঐতিহ্যবাহি কামারজানি বন্দরে সোনালী ব্যাংক স্থানান্তরের প্রতিবাদ এবং চাঞ্চল্যকর তৃষা হত্যার সাজাপ্রাপ্ত আসামি পুনরায় স্কুল ছাত্রী ধর্ষক মেহেদী হাসান মর্ডাণের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। সেইসাথে গণতন্ত্র ও জনগণের অধিকার রক্ষা, নারী-শিশু নির্যাতন, হত্যা পাচার বন্ধ ও গ্যাস-বিদ্যুতের দাম কমানোরও দাবি জানান।