বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সাথে হত্যা মামলার আসামি হলেন বিএনপি নেতা

স্টাফ রির্পোটার: সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় বেশ কিছু মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

এসব মামলার একটিতে সাবেক প্রধান মন্ত্রী  শেখ হাসিনার সাথে মামলায় বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে।

বিএনপির পদধারী নেতা হয়ে হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

আজ শনিবার (৫ অক্টোবর) আশুলিয়ার ভাদাইল এলাকায় মোহাম্মদ গফুর মিয়ার নিজ বাসভবনে থানা বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা গফুর মিয়া বলেন, গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় হতাহতদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের নিয়ে আদালত ও থানায় মামলায় দায়ের করা হচ্ছে। এসব মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র মূলকভাবে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় তার নামে আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলেও ১৬ বছরে ৩৬টি মামলার আসামি তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সাধারণ সম্পাদক বলেন, মামলায় যদি কাউকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয় এবং হয়রানির শিকার হন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বস্ত করেছেন। আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন এ বিষয়ে তারা ক্ষতিয়ে দেখবেন। এছাড়া ও কিছু অসাধু চক্র জামায়েত বিএনপি সহ বিভিন্ন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নামে ও মামলা করা হয় উল্লেখ করেন বক্তারা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার  সাথে হত্যা মামলার আসামি হলেন বিএনপি নেতা

প্রকাশের সময়: ০১:১৫:২৫ অপরাহ্ন, শনিবার, ৫ অক্টোবর ২০২৪

স্টাফ রির্পোটার: সাভারের আশুলিয়ায় বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহত ও আহতের ঘটনায় বেশ কিছু মামলা দায়ের করেছেন ভুক্তভোগী পরিবার।

এসব মামলার একটিতে সাবেক প্রধান মন্ত্রী  শেখ হাসিনার সাথে মামলায় বিএনপি নেতাকেও আসামি করা হয়েছে।

বিএনপির পদধারী নেতা হয়ে হত্যা মামলার আসামি করায় প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল গফুর মিয়া।

আজ শনিবার (৫ অক্টোবর) আশুলিয়ার ভাদাইল এলাকায় মোহাম্মদ গফুর মিয়ার নিজ বাসভবনে থানা বিএনপির পক্ষ থেকে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

 

সংবাদ সম্মেলনে বিএনপি নেতা গফুর মিয়া বলেন, গত ৫ই আগষ্ট বৈষম্য বিরোধী আন্দোলনে আশুলিয়া থানার অন্তর্গত বিভিন্ন স্থানে আন্দোলনরত ছাত্র জনতার উপর আওয়ামী লীগ ও পুলিশের গুলিতে অসংখ্য ছাত্র-জনতা গুলিবিদ্ধ হয়ে নিহত এবং আহত হয়েছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় হতাহতদের পক্ষ থেকে তাদের পরিবারের সদস্যদের নিয়ে আদালত ও থানায় মামলায় দায়ের করা হচ্ছে। এসব মামলায় বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধেও ষড়যন্ত্র মূলকভাবে মামলা দায়ের করা হয়েছে।

তিনি আরও বলেন, গত জুলাই মাসে বৈষম্য বিরোধী আন্দোলনে সাভার ও আশুলিয়া থানায় তার নামে আরও পাঁচটি মামলা দায়ের করা হয়। এর আগে ফ্যাসিস্ট স্বৈরাচারী সরকারের আমলেও ১৬ বছরে ৩৬টি মামলার আসামি তিনি।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে বিএনপির সাধারণ সম্পাদক বলেন, মামলায় যদি কাউকে ষড়যন্ত্রমূলক ভাবে আসামি করা হয় এবং হয়রানির শিকার হন তাহলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ আশ্বস্ত করেছেন। আমরা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলেছি, তারা আমাদের বলেছেন এ বিষয়ে তারা ক্ষতিয়ে দেখবেন। এছাড়া ও কিছু অসাধু চক্র জামায়েত বিএনপি সহ বিভিন্ন সাধারণ মানুষ ও ব্যবসায়ীদের নামে ও মামলা করা হয় উল্লেখ করেন বক্তারা।