বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

পাম্প দিয়ে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে এক জনের মৃত্যু

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪
  • ১৪০ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার (২৩ অক্টোবর) বিকালে ভ্রাম্যমান বিদ্যুৎচালিত মটর দিয়ে পুকুর পানি দিতে গিয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে।

তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বাসিন্দা হাফিজার রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ভাই শফিউল ইসলাম জানান, বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের মজা পুকুরটি শুকানোর জন্য প্রতিবেশী মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে মাহামুদ মন্ডলের ভাড়ায় চালিত বিদ্যুতের মটর ভাড়া করে আনা হয়। বেলা ৩ টার দিকে ভাড়া নেয়া মটর দিয়ে শুকানোর জন্য পুকুর থেকে পানি সেচ দেওয়ার চেষ্টা করছিল। মটরে পানি না উঠায় মটর মালিক মাহামুদ স্থান পরিবর্তনের জন্য বড় ভাই মনিরুল ইসলামকে পুকুরে নামিয়ে দেন। কিন্তু ছেঁড়া-ফাটা বিদ্যুৎ সংযোগ তারে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে থাকায় ঘটনা স্থলেই মনিরুল বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

এলাকাবাসী জানান, মটর মালিকের অসাবধানতার কারনেই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। মটরের সংযোগ তাঁর ছেঁড়া-ফাটা থাকায় পুকুরের পানি বিদ্যুতায়িত হওয়ায় মনিরুলের মৃতু হয়েছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

পাম্প দিয়ে পুকুরের পানি সেচতে গিয়ে বিদ্যুৎ পৃষ্টে এক জনের মৃত্যু

প্রকাশের সময়: ০১:৩৩:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ অক্টোবর ২০২৪

বিশেষ প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জে বুধবার (২৩ অক্টোবর) বিকালে ভ্রাম্যমান বিদ্যুৎচালিত মটর দিয়ে পুকুর পানি দিতে গিয়ে মনিরুল ইসলাম (৪০) নামে এক কৃষকের মৃত্যু ঘটেছে।

তিনি উপজেলার শাখাহার ইউনিয়নের খুরশাল গ্রামের বাসিন্দা হাফিজার রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

নিহতের ভাই শফিউল ইসলাম জানান, বুধবার দুপুর ১২ টার দিকে বাড়ির পাশের মজা পুকুরটি শুকানোর জন্য প্রতিবেশী মৃত আব্দুল মজিদ মন্ডলের ছেলে মাহামুদ মন্ডলের ভাড়ায় চালিত বিদ্যুতের মটর ভাড়া করে আনা হয়। বেলা ৩ টার দিকে ভাড়া নেয়া মটর দিয়ে শুকানোর জন্য পুকুর থেকে পানি সেচ দেওয়ার চেষ্টা করছিল। মটরে পানি না উঠায় মটর মালিক মাহামুদ স্থান পরিবর্তনের জন্য বড় ভাই মনিরুল ইসলামকে পুকুরে নামিয়ে দেন। কিন্তু ছেঁড়া-ফাটা বিদ্যুৎ সংযোগ তারে পুকুরের পানি বিদ্যুতায়িত হয়ে থাকায় ঘটনা স্থলেই মনিরুল বিদ্যুৎপৃষ্ট হয়। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা দেন।

এলাকাবাসী জানান, মটর মালিকের অসাবধানতার কারনেই এই দুর্ঘটনাটি ঘটিয়েছে। মটরের সংযোগ তাঁর ছেঁড়া-ফাটা থাকায় পুকুরের পানি বিদ্যুতায়িত হওয়ায় মনিরুলের মৃতু হয়েছে।