শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গৃহবধূর ওপর হামলা ও লুটপাটের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ১১:১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫
  • ২৫১ বার পড়া হয়েছে

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামে এক গৃহবধূ ও তাঁর শাশুড়ির ওপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম (৬০) বাদী হয়ে ফুলছড়ি থানায় ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৫ এপ্রিল ২০২৫, বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে গোলাপী বেগমের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলের নববিবাহিত স্ত্রীকে বটি, লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয় এবং তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। গোলাপী বেগম নিজে বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে।

অভিযুক্তরা হলেন: ১. মোঃ মোস্তফা (৩৫), ২. মোঃ মকবুল হোসেন (৫০), ৩. মোছাঃ মমেনা বেগম (২৫), ৪. মোছাঃ মইফুল বেগম (৪৫), ৫. মোঃ সিরাজাল ইসলাম (৫০), ৬. মোছাঃ বিপাশা বেগম (৩৫), ৭. মোঃ আশাদুল ইসলাম (৩৫), ৮. মোঃ বাছের আলী (৫৫), ৯. নওবালী (৫০) — সকলেই গাইবান্ধার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

লুটপাটের অভিযোগ এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় আসামিরা বাড়ির টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ফ্রিজ, তিনটি মোবাইল ফোন, আনুমানিক ২ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হামলায় গুরুতর আহত অবস্থায় গোলাপী বেগম ও তাঁর পুত্রবধূকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসীর বরাতে জানা যায়, পুরনো পারিবারিক কলহ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। গোলাপী বেগমের দাবি, তাঁর ছেলের বিদেশে থাকার সুযোগে প্রাক্তন পুত্রবধূর পরিবার প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে ফুলছড়ি থানার ওসি জানিয়েছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গৃহবধূর ওপর হামলা ও লুটপাটের অভিযোগ, ৯ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের

প্রকাশের সময়: ১১:১১:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার ফুলছড়ি উপজেলার রতনপুর গ্রামে এক গৃহবধূ ও তাঁর শাশুড়ির ওপর হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। এ ঘটনায় গোলাপী বেগম (৬০) বাদী হয়ে ফুলছড়ি থানায় ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

অভিযোগে বলা হয়, গত ১৫ এপ্রিল ২০২৫, বিকেল আনুমানিক ৫টার দিকে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে গোলাপী বেগমের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় তার ছেলের নববিবাহিত স্ত্রীকে বটি, লাঠি ও ইট দিয়ে আঘাত করা হয় এবং তাকে মারধর করে গুরুতর জখম করা হয়। গোলাপী বেগম নিজে বাধা দিতে গেলে তাকেও বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগে উল্লেখ আছে।

অভিযুক্তরা হলেন: ১. মোঃ মোস্তফা (৩৫), ২. মোঃ মকবুল হোসেন (৫০), ৩. মোছাঃ মমেনা বেগম (২৫), ৪. মোছাঃ মইফুল বেগম (৪৫), ৫. মোঃ সিরাজাল ইসলাম (৫০), ৬. মোছাঃ বিপাশা বেগম (৩৫), ৭. মোঃ আশাদুল ইসলাম (৩৫), ৮. মোঃ বাছের আলী (৫৫), ৯. নওবালী (৫০) — সকলেই গাইবান্ধার বিভিন্ন গ্রামের বাসিন্দা।

লুটপাটের অভিযোগ এজাহারে আরও উল্লেখ করা হয়, হামলার সময় আসামিরা বাড়ির টিনের বেড়া ও আসবাবপত্র ভাঙচুর করে এবং ফ্রিজ, তিনটি মোবাইল ফোন, আনুমানিক ২ ভরি স্বর্ণালঙ্কার এবং নগদ ১ লাখ ৫০ হাজার টাকা ছিনিয়ে নেয়।

হামলায় গুরুতর আহত অবস্থায় গোলাপী বেগম ও তাঁর পুত্রবধূকে ফুলছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

এলাকাবাসীর বরাতে জানা যায়, পুরনো পারিবারিক কলহ থেকেই এই সংঘর্ষের সূত্রপাত। গোলাপী বেগমের দাবি, তাঁর ছেলের বিদেশে থাকার সুযোগে প্রাক্তন পুত্রবধূর পরিবার প্রতিহিংসা পরায়ণ হয়ে এমন হামলা চালিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে ফুলছড়ি থানার ওসি জানিয়েছেন। অভিযোগটি নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।