বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ভি ডাব্লিউ বি এর ২ হাজার ৮ শত ৮০ কেজি চাল উদ্ধার

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে সরকারি ভি ডাব্লিউ বি এর ২ হাজার ৮ শত ৮০ কেজি চাল উদ্ধার করেছে স্থানিয় প্রশাসন।

গেল রাত ১১ টার দিকে উপজেলার বড় দাউদপুর গ্রামের লাজু মিয়ার গোডাউন থেকে এ চাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনা করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী মো অনিক ইসলাম,এবং তার সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মোছা : জান্নাতুল ফেরদৌস।

নির্বাহি কর্মকর্তা অনিক ইসলাম জানান ভি ডাব্লিউ বি  (ভার্নাবেল ওয়েমেন্স বেনিফিট) প্রকল্প টি সরকার সবে মাত্র শুরু করেছে। এই প্রকল্পটি মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সুবিধা ভোগিদের মাঝে বিতরন শুরু করলেও কতিপয় অসাধু কালোবাজারি ব্যবসায়ি রা সুবিধাভোগিদের নিকট থেকে অল্প মুল্যে ক্রয় করে উচ্চ মুল্যে বাজারে বিক্রি করছে এই চাল। এমন একটি খবর গোপন সংবাদের ভিত্ততে পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত ৩৬ বস্তা ( ২৮৮০) কেজি চাল প্রাথমিক ভাবে জব্দ করে। তবে গোডাউন মালিক লাজু মিয়া পলাতক থাকায় মহিলা বিষয়ক কর্মকর্তা বাদি হয়ে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন।

উদ্ধার কৃত চাল জব্দের সময় স্থানিয় ইউপি চেয়ারম্যান মেম্বার সহ গন্যামন্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিল।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ভি ডাব্লিউ বি এর ২ হাজার ৮ শত ৮০ কেজি চাল উদ্ধার

প্রকাশের সময়: ০৩:৫০:১০ অপরাহ্ন, শুক্রবার, ২৩ মে ২০২৫

বিশেষ প্রতিনিধি : গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলা থেকে সরকারি ভি ডাব্লিউ বি এর ২ হাজার ৮ শত ৮০ কেজি চাল উদ্ধার করেছে স্থানিয় প্রশাসন।

গেল রাত ১১ টার দিকে উপজেলার বড় দাউদপুর গ্রামের লাজু মিয়ার গোডাউন থেকে এ চাল উদ্ধার করা হয়েছে।

উদ্ধার অভিযান পরিচালনা করেন সাদুল্যাপুর উপজেলা নির্বাহি কর্মকর্তা কাজী মো অনিক ইসলাম,এবং তার সহযোগি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষযক কর্মকর্তা মোছা : জান্নাতুল ফেরদৌস।

নির্বাহি কর্মকর্তা অনিক ইসলাম জানান ভি ডাব্লিউ বি  (ভার্নাবেল ওয়েমেন্স বেনিফিট) প্রকল্প টি সরকার সবে মাত্র শুরু করেছে। এই প্রকল্পটি মহিলা বিষয়ক অধিদপ্তরের মাধ্যমে সুবিধা ভোগিদের মাঝে বিতরন শুরু করলেও কতিপয় অসাধু কালোবাজারি ব্যবসায়ি রা সুবিধাভোগিদের নিকট থেকে অল্প মুল্যে ক্রয় করে উচ্চ মুল্যে বাজারে বিক্রি করছে এই চাল। এমন একটি খবর গোপন সংবাদের ভিত্ততে পেয়ে এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযান শেষে উদ্ধারকৃত ৩৬ বস্তা ( ২৮৮০) কেজি চাল প্রাথমিক ভাবে জব্দ করে। তবে গোডাউন মালিক লাজু মিয়া পলাতক থাকায় মহিলা বিষয়ক কর্মকর্তা বাদি হয়ে তার বিরুদ্ধে একটি নিয়মিত মামলা করেন।

উদ্ধার কৃত চাল জব্দের সময় স্থানিয় ইউপি চেয়ারম্যান মেম্বার সহ গন্যামন্য ব্যক্তিবর্গ  উপস্থিত ছিল।