বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

জুলাই অভ্যুত্থানের সম্মানে ৪৮ যোদ্ধাকে চেক বিতরণ

 

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত ‘সি’ ক্যাটাগরিভুক্ত ৪৮ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই চেক বিতরণ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই‌ চেক বিতরন অনুষ্ঠানে এমময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সহকারী কমিশনার শামিমা নাছরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব মো. হামিদুর রহমান, সংগঠক বিপ্লব হোসেন, ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান আশিক, সদস্য সচিব মো. মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য আল ইমরান সরকার ও মাজেদুল ইসলাম মৃদুলসহ জুলাই যোদ্ধারা।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশের ন্যায় উত্তরাঞ্চলে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা মূল্যস্ফীতি, দুর্ভিক্ষ ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী অবস্থানকে প্রকাশ করে। এই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা অনেকেই নিহত, আহত ও নির্যাতিত হন। রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি এই আর্থিক সহায়তা তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি প্রয়াস মাত্র।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই চেক শুধুই আর্থিক অনুদান নয়, বরং ইতিহাসের ধারক ও বাহক এই যোদ্ধাদের সম্মানিত করার একটি প্রতীক। তাঁদের আত্মত্যাগের গল্প আমাদের আগামী প্রজন্মকে সচেতন করবে।”

আহত যোদ্ধারা তাঁদের অভিব্যক্তিতে জানান, সরকারি সহায়তা পেয়ে তাঁরা সম্মানিত বোধ করছেন এবং তাঁদের দাবি, এই গণঅভ্যুত্থানকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে ভবিষ্যতেও পদক্ষেপ গ্রহণ করবে এবং তাঁদের স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আরও সুসংহত করা হবে।

 

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

জুলাই অভ্যুত্থানের সম্মানে ৪৮ যোদ্ধাকে চেক বিতরণ

প্রকাশের সময়: ০৮:৩১:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ মে ২০২৫

 

লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে ২০২৪ সালের ঐতিহাসিক জুলাই গণঅভ্যুত্থানে অংশ নিয়ে আহত ‘সি’ ক্যাটাগরিভুক্ত ৪৮ জন জুলাই যোদ্ধার প্রত্যেককে এক লাখ টাকার আর্থিক অনুদান প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ মে) দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক অনাড়ম্বর আয়োজনে লালমনিরহাটের জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার এই চেক বিতরণ করেন।

লালমনিরহাট জেলা প্রশাসনের আয়োজনে এই‌ চেক বিতরন অনুষ্ঠানে এমময় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মাহবুবুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার শাহাদাত হোসেন, সহকারী কমিশনার শামিমা নাছরিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ মতিয়ার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন লালমনিরহাটের সদস্য সচিব মো. হামিদুর রহমান, সংগঠক বিপ্লব হোসেন, ‘ওয়ারিয়র্স অফ জুলাই’ সংগঠনের আহ্বায়ক আতিকুর রহমান আশিক, সদস্য সচিব মো. মোশারফ হোসেন, যুগ্ম আহ্বায়ক মাহমুদুল হাসান, সদস্য আল ইমরান সরকার ও মাজেদুল ইসলাম মৃদুলসহ জুলাই যোদ্ধারা।

জুলাই আন্দোলনের গুরুত্ব তুলে ধরে অনুষ্ঠানে বক্তারা বলেন, ২০২৪ সালের জুলাই মাসে সারা দেশের ন্যায় উত্তরাঞ্চলে ঘটে যাওয়া গণঅভ্যুত্থান ছিল একটি ঐতিহাসিক প্রতিবাদ, যা মূল্যস্ফীতি, দুর্ভিক্ষ ও রাষ্ট্রীয় নিপীড়নের বিরুদ্ধে গণমানুষের শক্তিশালী অবস্থানকে প্রকাশ করে। এই আন্দোলনে অংশ নেওয়া যোদ্ধারা অনেকেই নিহত, আহত ও নির্যাতিত হন। রাষ্ট্রীয় স্বীকৃতির পাশাপাশি এই আর্থিক সহায়তা তাঁদের আত্মত্যাগের প্রতি কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি প্রয়াস মাত্র।

জেলা প্রশাসক এইচ এম রকিব হায়দার বলেন, “এই চেক শুধুই আর্থিক অনুদান নয়, বরং ইতিহাসের ধারক ও বাহক এই যোদ্ধাদের সম্মানিত করার একটি প্রতীক। তাঁদের আত্মত্যাগের গল্প আমাদের আগামী প্রজন্মকে সচেতন করবে।”

আহত যোদ্ধারা তাঁদের অভিব্যক্তিতে জানান, সরকারি সহায়তা পেয়ে তাঁরা সম্মানিত বোধ করছেন এবং তাঁদের দাবি, এই গণঅভ্যুত্থানকে পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করে নতুন প্রজন্মকে এই ইতিহাস জানাতে হবে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, সরকার আহত জুলাই যোদ্ধাদের কল্যাণে ভবিষ্যতেও পদক্ষেপ গ্রহণ করবে এবং তাঁদের স্বীকৃতিকে প্রাতিষ্ঠানিক কাঠামোতে আরও সুসংহত করা হবে।