বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-২

লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারি উপজেলায় ট্রাক চাপায় দ্রেবব্রত রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুসহ দুইজন আহত হয়েছেন।

‎রবিবার (২০ আগষ্ট) বেলা ৩টার দিকে উপজেলার নামুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্রবব্রত রায় রংপুর মহানগর এলাকার মৃত গিরিশ চন্দ্র রায়ের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বেলা ৩টার দিকে আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় পাটগ্রামগামী একটি ট্রাককে সাইট দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবব্রত রায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে দেবব্রত রায়ের স্ত্রী ও সন্তান আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতাহাল প্রস্তুত করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হযলেও চালক পালিয়ে যায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত, আহত-২

প্রকাশের সময়: ০৮:৩৫:৫৯ অপরাহ্ন, রবিবার, ২০ জুলাই ২০২৫

লালমনিরহাট প্রতিনিধি : ‎লালমনিরহাটের আদিতমারি উপজেলায় ট্রাক চাপায় দ্রেবব্রত রায় (৪০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এই ঘটনায় মোটরসাইকেলে থাকা শিশুসহ দুইজন আহত হয়েছেন।

‎রবিবার (২০ আগষ্ট) বেলা ৩টার দিকে উপজেলার নামুড়ী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত দ্রবব্রত রায় রংপুর মহানগর এলাকার মৃত গিরিশ চন্দ্র রায়ের ছেলে।

‎পুলিশ ও স্থানীয়রা জানান, রবিবার বেলা ৩টার দিকে আদিতমারী উপজেলার নামুড়ী এলাকায় পাটগ্রামগামী একটি ট্রাককে সাইট দিতে গিয়ে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল থেকে ছিটকে পড়ে দেবব্রত রায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এসময় মোটরসাইকেলে থাকা তার স্ত্রী এবং সন্তান গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে দেবব্রত রায়ের স্ত্রী ও সন্তান আদিতমারী স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

এ ব্যাপারে আদিতমারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আকবর জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। লাশের সুরতাহাল প্রস্তুত করা হয়। ঘাতক ট্রাকটিকে আটক করা হযলেও চালক পালিয়ে যায়। পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।