বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

‎লালমনিরহাট প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দেরিতে হলেও জেলার সাংবাদিক সমাজে এ নিয়ে স্বস্তি ও নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

‎গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলার মিশন মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় “হামার বাড়ি”-তে এ কমিটি গঠন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার উপস্থিতিতেই ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

‎জানা গেছে, সাংবাদিকদের ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এটিএন নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, যুগ্ন আহবায়ক পদে দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হক মধূ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশন ও সিএনআই নিউজের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম নাম।

‎কমিটির অন্যান্য সন্মানীয় সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, ডেইলি স্টারের এস দিলীপ রায়, যমুনা টেলিভিশনের আনিছুর রহমান লাডলা, বাংলাভিশনের মেহেদী হাসান জুয়েল, ফিনান্সিয়াল এক্সপ্রেসের আবু হাসনাত রানা, ৭১ টেলিভিশনের মিলন পাটোয়ারী, এসএ টিভির আশিকুর রহমান ডিফেন্স, জিটিভির আলতাফুর রহমান, দৈনিক ডেসটিনির মাজহারুল ইসলাম বিপু, দৈনিক সংগ্রামের লাভলু শেখ ও চ্যানেল টুয়েন্টিফোরের মাহফুজুল ইসলাম বকুল। এছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।

‎নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি সাংবাদিকদের কল্যাণে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে এবং আগামী ৬মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে সর্বজন গৃহীত একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দিবেন।

খুব শীঘ্রই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন কমিটির সংশ্লিষ্টরা।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন।

প্রকাশের সময়: ০৯:১৯:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ২২ অগাস্ট ২০২৫

‎লালমনিরহাট প্রতিনিধি: দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে লালমনিরহাট প্রেসক্লাবের আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। দেরিতে হলেও জেলার সাংবাদিক সমাজে এ নিয়ে স্বস্তি ও নতুন প্রত্যাশার সঞ্চার হয়েছে।

‎গত শনিবার (১৬ আগস্ট) সন্ধ্যায় জেলার মিশন মোড়ে অবস্থিত বিএনপির অস্থায়ী কার্যালয় “হামার বাড়ি”-তে এ কমিটি গঠন হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট জেলা বিএনপির সভাপতি, সাবেক উপমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ আসাদুল হাবিব দুলু। তার উপস্থিতিতেই ১৫ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়।

‎জানা গেছে, সাংবাদিকদের ঐক্যমতের ভিত্তিতে এ কমিটি গঠন করা হয়। আহ্বায়ক কমিটির নেতৃত্বে রয়েছেন জ্যেষ্ঠ সাংবাদিক এটিএন নিউজ ও সমকালের জেলা প্রতিনিধি আনোয়ার হোসেন স্বপন, যুগ্ন আহবায়ক পদে দীপ্ত টেলিভিশনের জেলা প্রতিনিধি মাহমুদুল হক মধূ এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন বৈশাখী টেলিভিশন ও সিএনআই নিউজের জেলা প্রতিনিধি তৌহিদুল ইসলাম নাম।

‎কমিটির অন্যান্য সন্মানীয় সদস্যরা হলেন, দৈনিক প্রথম আলোর জেলা প্রতিনিধি আব্দুর রব সুজন, ডেইলি স্টারের এস দিলীপ রায়, যমুনা টেলিভিশনের আনিছুর রহমান লাডলা, বাংলাভিশনের মেহেদী হাসান জুয়েল, ফিনান্সিয়াল এক্সপ্রেসের আবু হাসনাত রানা, ৭১ টেলিভিশনের মিলন পাটোয়ারী, এসএ টিভির আশিকুর রহমান ডিফেন্স, জিটিভির আলতাফুর রহমান, দৈনিক ডেসটিনির মাজহারুল ইসলাম বিপু, দৈনিক সংগ্রামের লাভলু শেখ ও চ্যানেল টুয়েন্টিফোরের মাহফুজুল ইসলাম বকুল। এছাড়াও বিভিন্ন পত্রিকা ও টেলিভিশনের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয়েছে আহ্বায়ক কমিটি।

‎নতুন আহ্বায়ক কমিটি গঠনের মাধ্যমে সাংবাদিকদের দীর্ঘদিনের দাবি পূরণ হয়েছে বলে মন্তব্য করেছেন সাংবাদিক নেতৃবৃন্দ। তারা আশা প্রকাশ করেন, এই কমিটি সাংবাদিকদের কল্যাণে এবং পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মুক্ত সাংবাদিকতার পরিবেশ তৈরিতে অগ্রণী ভূমিকা রাখবে এবং আগামী ৬মাসের মধ্যে নির্বাচনের মাধ্যমে সর্বজন গৃহীত একটি পূর্নাঙ্গ কমিটি উপহার দিবেন।

খুব শীঘ্রই প্রেসক্লাবের পূর্ণাঙ্গ কমিটি গঠন ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় নির্বাচনের ব্যবস্থা করা হবে বলেও জানিয়েছেন কমিটির সংশ্লিষ্টরা।