বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

ডাকবাংলো সড়ক সংস্কারে পদক্ষেপ, স্বস্তির অপেক্ষায় বাঁশখালীবাসী

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০১:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৮৩ বার পড়া হয়েছে

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলো সড়ক বহুদিন ধরেই অবহেলিত। ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। তবে অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সম্প্রতি উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব আলমের নেতৃত্বে একটি টিম সড়কটি পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, সার্ভেয়ার আমিনুল ইসলাম, কার্য্য সহকারী মো. বাবুল, ইউপি সদস্য ইউছুপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে জালিয়াখালী বাজারের পূর্বাংশ থেকে গন্ডামারা ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার ইস্টিমেট তৈরি করা হয়েছে। এতে শুধু কার্পেটিং নয়, বরং গাইডওয়াল নির্মাণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তুত করা ইস্টিমেট খুব শিগগিরই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। এরপর নতুন টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে।

শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন,
“এলজিইডি টিম সরেজমিনে এসে সড়কটির ইস্টিমেট সম্পন্ন করেছে। সলটেস্ট শেষে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। টেন্ডার সম্পন্ন হলে দ্রুত কাজ শুরু হবে। কাজ শেষ হলে বর্ষার পানিতে প্লাবনের ভয় আর থাকবে না।”

এদিকে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান,
“পুরনো টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। নতুন প্রকল্প হাতে নিতে হবে। আমরা ইস্টিমেট তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো এবং চেষ্টা করবো যেন দ্রুত সংস্কারকাজ শুরু হয়।”

ঝুঁকিপূর্ণ অংশে বাড়ছে দুর্ভোগ বর্তমানে জালিয়াখালী নতুন বাজার থেকে মনকিচর হয়ে গন্ডামারা ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সংস্কার সম্পন্ন হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আতঙ্ক থেকেও মুক্তি মিলবে উপকূলবর্তী এলাকাবাসী

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

ডাকবাংলো সড়ক সংস্কারে পদক্ষেপ, স্বস্তির অপেক্ষায় বাঁশখালীবাসী

প্রকাশের সময়: ০১:০২:১৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

 

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার ঐতিহ্যবাহী ডাকবাংলো সড়ক বহুদিন ধরেই অবহেলিত। ভাঙাচোরা সড়ক দিয়ে চলাচল করতে গিয়ে ভোগান্তি পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। তবে অবশেষে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) এ সড়ক সংস্কারের উদ্যোগ নিয়েছে, যা স্থানীয়দের মধ্যে নতুন আশার সঞ্চার করেছে।

সম্প্রতি উপজেলা প্রকৌশলী দপ্তরের উপ-সহকারী প্রকৌশলী মাহাবুব আলমের নেতৃত্বে একটি টিম সড়কটি পরিদর্শন করে। এ সময় উপস্থিত ছিলেন শীলকূপ ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী, সার্ভেয়ার আমিনুল ইসলাম, কার্য্য সহকারী মো. বাবুল, ইউপি সদস্য ইউছুপসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

পরিদর্শন শেষে জালিয়াখালী বাজারের পূর্বাংশ থেকে গন্ডামারা ব্রিজ পর্যন্ত প্রায় তিন কিলোমিটার রাস্তার ইস্টিমেট তৈরি করা হয়েছে। এতে শুধু কার্পেটিং নয়, বরং গাইডওয়াল নির্মাণের বিষয়টিও অন্তর্ভুক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে প্রস্তুত করা ইস্টিমেট খুব শিগগিরই উর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে বলে জানিয়েছে এলজিইডি। এরপর নতুন টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে।

শীলকূপ ইউপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাশেদ নুরী বলেন,
“এলজিইডি টিম সরেজমিনে এসে সড়কটির ইস্টিমেট সম্পন্ন করেছে। সলটেস্ট শেষে তা উর্ধ্বতন কর্তৃপক্ষ বরাবর পাঠানো হবে। টেন্ডার সম্পন্ন হলে দ্রুত কাজ শুরু হবে। কাজ শেষ হলে বর্ষার পানিতে প্লাবনের ভয় আর থাকবে না।”

এদিকে উপজেলা প্রকৌশলী কাজী ফাহাদ বিন মাহমুদ জানান,
“পুরনো টেন্ডার প্রক্রিয়া শেষ হয়ে গেছে। নতুন প্রকল্প হাতে নিতে হবে। আমরা ইস্টিমেট তৈরি করে উর্ধ্বতন কর্তৃপক্ষকে পাঠাবো এবং চেষ্টা করবো যেন দ্রুত সংস্কারকাজ শুরু হয়।”

ঝুঁকিপূর্ণ অংশে বাড়ছে দুর্ভোগ বর্তমানে জালিয়াখালী নতুন বাজার থেকে মনকিচর হয়ে গন্ডামারা ব্রিজ পর্যন্ত আড়াই কিলোমিটার সড়ক সবচেয়ে বেশি ঝুঁকিপূর্ণ। সংস্কার সম্পন্ন হলে শিক্ষার্থী, চাকরিজীবী ও ব্যবসায়ীসহ হাজারো মানুষের যাতায়াত সহজ হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার আতঙ্ক থেকেও মুক্তি মিলবে উপকূলবর্তী এলাকাবাসী