শুক্রবার, ১৬ জানুয়ারী ২০২৬, ২ মাঘ ১৪৩২ বঙ্গাব্দ

গাইবান্ধার ৫৮৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পুরোদমে

  • নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশের সময়: ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫
  • ১৯৬ বার পড়া হয়েছে

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর গাইবান্ধার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মন্দির-মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে। কারিগরেরা মাটির প্রলেপে প্রতিমার আকার ফুটিয়ে তুলছেন। কয়েকদিনের মধ্যেই রংতুলির আঁচড়ে শোভা পাবে এসব প্রতিমা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার।

উপজেলাভিত্তিক মণ্ডপের সংখ্যা -গাইবান্ধা সদর : ৯৩,সাদুল্লাপুর : ১০৭,পলাশবাড়ী : ৫৬,সুন্দরগঞ্জ : ১২৯,গোবিন্দগঞ্জ : ১৩৩,ফুলছড়ি : ১৬,সাঘাটা : ৫৩।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার জানান, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে জেলা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু উদ্‌যাপনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেন, পূজাকালীন নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। মণ্ডপ এলাকায় থাকবে কঠোর নজরদারি, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহীত পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কেউ নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

জনপ্রিয়

মারধর করে জমি লিখে নিয়ে পুত্র এবং প্রধানশিক্ষিকা পুত্রবধু মিলে বিতাড়িত করল বৃদ্ধ বাবা-মা কে

error: Content is protected !!

গাইবান্ধার ৫৮৭ মণ্ডপে শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি পুরোদমে

প্রকাশের সময়: ০৪:২৫:১২ অপরাহ্ন, রবিবার, ২১ সেপ্টেম্বর ২০২৫

হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আগামী ২৭ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে। এ বছর গাইবান্ধার সাতটি উপজেলায় মোট ৫৮৭টি মন্দির-মণ্ডপে পূজার আয়োজন করা হয়েছে।

ইতোমধ্যেই প্রতিমা তৈরির কাজ এগিয়ে চলছে। কারিগরেরা মাটির প্রলেপে প্রতিমার আকার ফুটিয়ে তুলছেন। কয়েকদিনের মধ্যেই রংতুলির আঁচড়ে শোভা পাবে এসব প্রতিমা। শনিবার (২০ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেন বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ, গাইবান্ধা জেলা শাখার ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক বিমল চন্দ্র সরকার।

উপজেলাভিত্তিক মণ্ডপের সংখ্যা -গাইবান্ধা সদর : ৯৩,সাদুল্লাপুর : ১০৭,পলাশবাড়ী : ৫৬,সুন্দরগঞ্জ : ১২৯,গোবিন্দগঞ্জ : ১৩৩,ফুলছড়ি : ১৬,সাঘাটা : ৫৩।

জেলা পূজা উদ্‌যাপন পরিষদের সভাপতি পরেশ চন্দ্র সরকার জানান, নির্বিঘ্ন ও আনন্দঘন পরিবেশে দুর্গাপূজা উদ্‌যাপনে জেলা পুলিশের উদ্যোগে ইতোমধ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা, আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং সুষ্ঠু উদ্‌যাপনের বিষয়ে দিকনির্দেশনা দেন।

গাইবান্ধার পুলিশ সুপার নিশাত এ্যাঞ্জেলা বলেন, পূজাকালীন নিরাপত্তা নিশ্চিতে জেলা পুলিশ সর্বাত্মক প্রস্তুতি নিয়েছে। মণ্ডপ এলাকায় থাকবে কঠোর নজরদারি, পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে গৃহীত পরিকল্পনা সবার সঙ্গে শেয়ার করা হয়েছে। তিনি সতর্ক করে বলেন, কেউ নৈরাজ্য বা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তার বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।