সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

শ্রদ্ধা আর সুবাসে বিজয় দিবস: গাইবান্ধার ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড়

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার ফুলের বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিকে ঘিরে ফুলের তোড়া, পুষ্পস্তবক ও রিং মালা তৈরিতে চরম ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা।

অন্যান্য দিনের তুলনায় ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার প্রধান প্রধান ফুলের দোকান ও অস্থায়ী বাজারগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাত পোহালেই বিজয়ের দিন—এই ভাবনায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে দোকানিরা তাদের কর্মচারীদের নিয়ে দিনরাত এক করে কাজ করছেন।

বিজয় দিবসের ভোরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভিড় করবে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এই শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বড় আকারের পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি তোড়া। এসব পুষ্পার্ঘ্যে লাল-সবুজ থিমের প্রাধান্য থাকছে। তাজা লাল গোলাপ, সাদা রজনীগন্ধা, হলুদ গাঁদা, জারবেরা ও গ্ল্যাডিওলাস ফুল দিয়ে নান্দনিকভাবে সাজানো হচ্ছে এসব তোড়া।

অতিরিক্ত চাহিদার কারণে পাইকারি ও খুচরা উভয় বাজারেই ফুলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা জানান, বিজয় দিবসের বিশেষ চাহিদা মাথায় রেখে তারা ঢাকা, যশোরসহ স্থানীয় পর্যায় থেকে বিপুল পরিমাণ ফুল সংগ্রহ ও মজুত করেছেন। ফুল নষ্ট হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও মানসম্মত ও আকর্ষণীয় পুষ্পস্তবক সরবরাহে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দোকানে আগাম অর্ডার নেওয়াও শুরু হয়েছে।

ফুল ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে এবার তারা বিগত বছরের তুলনায় ভালো ব্যবসা করতে পারবেন। তাদের এই কর্মব্যস্ততা শুধু ব্যবসায়িক লাভের জন্য নয়, বরং বিজয়ের চেতনাকে ফুলের সৌরভে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস হিসেবেও দেখা হচ্ছে।

বিজয়ের এই উৎসবমুখর সময়ে গাইবান্ধার ফুলের বাজারগুলো যেন লাল-সবুজের রঙ ও ফুলের সুবাসে ভরে উঠেছে।

জনপ্রিয়

কর্মীবান্ধব নন প্রার্থী! গাইবান্ধা–৫ এ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

error: Content is protected !!

শ্রদ্ধা আর সুবাসে বিজয় দিবস: গাইবান্ধার ফুলের দোকানগুলোতে উপচে পড়া ভিড়

প্রকাশের সময়: ০৫:৪৬:৫৭ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

মহান বিজয় দিবস উপলক্ষে গাইবান্ধা জেলার ফুলের বাজারগুলোতে এখন উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও বিভিন্ন সরকারি-বেসরকারি কর্মসূচিকে ঘিরে ফুলের তোড়া, পুষ্পস্তবক ও রিং মালা তৈরিতে চরম ব্যস্ত সময় পার করছেন ফুল ব্যবসায়ীরা।

অন্যান্য দিনের তুলনায় ফুলের চাহিদা বেড়ে যাওয়ায় জেলার প্রধান প্রধান ফুলের দোকান ও অস্থায়ী বাজারগুলোতে সকাল থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতাদের ভিড় লক্ষ্য করা যাচ্ছে। রাত পোহালেই বিজয়ের দিন—এই ভাবনায় শেষ মুহূর্তের প্রস্তুতি সম্পন্ন করতে দোকানিরা তাদের কর্মচারীদের নিয়ে দিনরাত এক করে কাজ করছেন।

বিজয় দিবসের ভোরে জেলার কেন্দ্রীয় শহীদ মিনারসহ বিভিন্ন স্মৃতিস্তম্ভে জাতির শ্রেষ্ঠ সন্তানদের প্রতি গভীর শ্রদ্ধা জানাতে ভিড় করবে বিভিন্ন সরকারি দপ্তর, রাজনৈতিক দল, শিক্ষা প্রতিষ্ঠান, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ। এই শ্রদ্ধা নিবেদনের জন্য বিশেষভাবে তৈরি করা হচ্ছে বড় আকারের পুষ্পস্তবক ও শ্রদ্ধাঞ্জলি তোড়া। এসব পুষ্পার্ঘ্যে লাল-সবুজ থিমের প্রাধান্য থাকছে। তাজা লাল গোলাপ, সাদা রজনীগন্ধা, হলুদ গাঁদা, জারবেরা ও গ্ল্যাডিওলাস ফুল দিয়ে নান্দনিকভাবে সাজানো হচ্ছে এসব তোড়া।

অতিরিক্ত চাহিদার কারণে পাইকারি ও খুচরা উভয় বাজারেই ফুলের দাম কিছুটা বৃদ্ধি পেয়েছে। ব্যবসায়ীরা জানান, বিজয় দিবসের বিশেষ চাহিদা মাথায় রেখে তারা ঢাকা, যশোরসহ স্থানীয় পর্যায় থেকে বিপুল পরিমাণ ফুল সংগ্রহ ও মজুত করেছেন। ফুল নষ্ট হওয়ার ঝুঁকি থাকা সত্ত্বেও মানসম্মত ও আকর্ষণীয় পুষ্পস্তবক সরবরাহে তারা সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছেন। অনেক দোকানে আগাম অর্ডার নেওয়াও শুরু হয়েছে।

ফুল ব্যবসায়ীরা আশা প্রকাশ করে বলেন, বিজয় দিবসকে কেন্দ্র করে এবার তারা বিগত বছরের তুলনায় ভালো ব্যবসা করতে পারবেন। তাদের এই কর্মব্যস্ততা শুধু ব্যবসায়িক লাভের জন্য নয়, বরং বিজয়ের চেতনাকে ফুলের সৌরভে মানুষের মাঝে পৌঁছে দেওয়ার একটি আন্তরিক প্রয়াস হিসেবেও দেখা হচ্ছে।

বিজয়ের এই উৎসবমুখর সময়ে গাইবান্ধার ফুলের বাজারগুলো যেন লাল-সবুজের রঙ ও ফুলের সুবাসে ভরে উঠেছে।