মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ১ পৌষ ১৪৩২ বঙ্গাব্দ

কর্মীবান্ধব নন প্রার্থী! গাইবান্ধা–৫ এ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীকে ঘিরে তৃণমূল পর্যায়ে চরম অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব বরাবর লিখিত আবেদন করেছেন।

১৪ ডিসেম্বর স্বাক্ষরিত ওই আবেদনে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান সহীদ এবং সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্য সচিব) মঈন প্রধান লাবু যৌথভাবে স্বাক্ষর করেন।

চিঠিতে নেতারা অভিযোগ করেন, গাইবান্ধা–৫ আসনে যাঁর নাম বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তিনি অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ছিলেন। ফ্যাসিস্ট আমলে বিএনপির কোনো আন্দোলন–সংগ্রাম কিংবা দলীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল না। ফলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি।

আরও বলা হয়,বর্তমান প্রার্থীর মধ্যে কর্মীবান্ধব আচরণ পরিলক্ষিত হয়নি।এ কারণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী তাঁকে প্রার্থী হিসেবে মেনে নেননি এবং কার্যত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

নেতারা জানান, এই সিদ্ধান্তের ফলে তৃণমূল পর্যায়ে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।অনেক নেতাকর্মী নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন না,যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৫আসনে বিএনপির বিজয়কে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

আবেদনপত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বর্তমান প্রার্থীর মনোনয়ন পরিবর্তন অথবা পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়। নেতারা বলেন, এটি সাঘাটা ও ফুলছড়ি এলাকার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ দাবি।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, গাইবান্ধা–৫ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কেন্দ্রে কোনো চিঠি পাঠানোর বিষয়ে তিনি অবগত নন।

এদিকে তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে মাঠে থাকা ত্যাগী নেতাদের মতামত উপেক্ষা করলে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। তাঁদের স্পষ্ট দাবি—দলীয়ভাবে গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব প্রার্থী দেওয়া না হলে গাইবান্ধা–৫ আসনে বিএনপির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।

জনপ্রিয়

কর্মীবান্ধব নন প্রার্থী! গাইবান্ধা–৫ এ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

error: Content is protected !!

কর্মীবান্ধব নন প্রার্থী! গাইবান্ধা–৫ এ বিএনপির মনোনয়ন পুনর্বিবেচনার আহ্বান

প্রকাশের সময়: ০৭:২২:৫৩ অপরাহ্ন, সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫

গাইবান্ধা–৫ (সাঘাটা–ফুলছড়ি) আসনে বিএনপির ঘোষিত প্রার্থীকে ঘিরে তৃণমূল পর্যায়ে চরম অসন্তোষ ও উত্তেজনা ছড়িয়ে পড়েছে।প্রার্থী পরিবর্তন ও মনোনয়ন পুনর্বিবেচনার দাবিতে সাঘাটা ও ফুলছড়ি উপজেলা বিএনপির শীর্ষ নেতারা বিএনপির কেন্দ্রীয় কমিটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান ও মহাসচিব বরাবর লিখিত আবেদন করেছেন।

১৪ ডিসেম্বর স্বাক্ষরিত ওই আবেদনে ফুলছড়ি উপজেলা বিএনপির সভাপতি সাদেকুল ইসলাম নান্নু মিয়া, সাংগঠনিক সম্পাদক এইচ এম সোলায়মান সহীদ এবং সাঘাটা উপজেলা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব আলী ও সিনিয়র যুগ্ম আহ্বায়ক (ভারপ্রাপ্ত সদস্য সচিব) মঈন প্রধান লাবু যৌথভাবে স্বাক্ষর করেন।

চিঠিতে নেতারা অভিযোগ করেন, গাইবান্ধা–৫ আসনে যাঁর নাম বিএনপির প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে, তিনি অতীতে ফ্যাসিস্ট আওয়ামী সরকারের ঘনিষ্ঠ ছিলেন। ফ্যাসিস্ট আমলে বিএনপির কোনো আন্দোলন–সংগ্রাম কিংবা দলীয় কর্মসূচিতে তাঁর সক্রিয় অংশগ্রহণ ছিল না। ফলে সাঘাটা ও ফুলছড়ি উপজেলার ত্যাগী নেতাকর্মীদের সঙ্গে তাঁর কোনো রাজনৈতিক সম্পর্ক গড়ে ওঠেনি।

আরও বলা হয়,বর্তমান প্রার্থীর মধ্যে কর্মীবান্ধব আচরণ পরিলক্ষিত হয়নি।এ কারণে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের অধিকাংশ নেতাকর্মী তাঁকে প্রার্থী হিসেবে মেনে নেননি এবং কার্যত বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন।

নেতারা জানান, এই সিদ্ধান্তের ফলে তৃণমূল পর্যায়ে চরম হতাশা ও ক্ষোভ বিরাজ করছে।অনেক নেতাকর্মী নির্বাচনী কার্যক্রমে অংশ নিচ্ছেন না,যা আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাইবান্ধা–৫আসনে বিএনপির বিজয়কে মারাত্মক ঝুঁকির মুখে ফেলেছে।

আবেদনপত্রে নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বর্তমান প্রার্থীর মনোনয়ন পরিবর্তন অথবা পুনর্বিবেচনার জোর দাবি জানানো হয়। নেতারা বলেন, এটি সাঘাটা ও ফুলছড়ি এলাকার তৃণমূল বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ দাবি।

এ বিষয়ে জানতে চাইলে গাইবান্ধা জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহামুদুন্নবী টিটুল বলেন, গাইবান্ধা–৫ আসনের মনোনয়ন পরিবর্তনের দাবিতে কেন্দ্রে কোনো চিঠি পাঠানোর বিষয়ে তিনি অবগত নন।

এদিকে তৃণমূল নেতাকর্মীদের ভাষ্য, দীর্ঘদিন ধরে আন্দোলন–সংগ্রামে মাঠে থাকা ত্যাগী নেতাদের মতামত উপেক্ষা করলে নির্বাচনে কাঙ্ক্ষিত ফল পাওয়া কঠিন হবে। তাঁদের স্পষ্ট দাবি—দলীয়ভাবে গ্রহণযোগ্য ও কর্মীবান্ধব প্রার্থী দেওয়া না হলে গাইবান্ধা–৫ আসনে বিএনপির ভবিষ্যৎ আরও অনিশ্চিত হয়ে পড়বে।